Kartik Tyagi| IPL 2021: একাই বদলে দিলেন ম্যাচের ছক, কেমন ছিল কার্তিক ত্যাগীর শেষ ওভার

Last Updated:

আইপিএল ২০২১ -র (IPL 2021) রাজস্থান বনাম পঞ্জাব (RR vs PBKS) ম্যাচে কার্তিক ত্যাগীর (Kartik Tyagi) শেষ ওভার জানেন?

 ipl 2021: kartik tyagi gives only 1 run and take 2 wickets against pbks in match winning 20th over- Photo-PTI
ipl 2021: kartik tyagi gives only 1 run and take 2 wickets against pbks in match winning 20th over- Photo-PTI
#দুবাই:  কার্তিক ত্যাগী  (Kartik Tyagi) মঙ্গলবার রাতে পঞ্জাব কিংস (Punjab Kings) -র বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে গেমই বদলে দিলেন৷ এমন ঘটনা ঘটল যা ফের একবার ক্রিকেট যে মহান অনিশ্চয়তার গেম তাই প্রমাণ করে দিল৷ আইপিএল ২০২১ (IPL 2021)  রাজস্থান বনাম পঞ্জাব ম্যাচে (RR vs PBKS) পঞ্জাবকে জয়ের জন্য শেষ ওভারে ৪ রান করতে হত, ৮ উইকেট হাতে ছিল৷ সামনে ২০০ টি টোয়েন্টি ম্যাচে ২৫০ টি ছক্কা মারা অভিজ্ঞ ক্রিকেটার নিকোলাস পুরান ছিলেন৷  টি টোয়েন্টিতে একটি বা দুটি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ খেলা কার্তিক ২০ তম ওভার তাঁকে বল করতে দেন৷ ২ রানে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয়৷
আইপিএল ২০২১-র এই ম্যাচে ২০ বছরের কার্তিক ত্যাগী  (Kartik Tyagi in IPL 2021) ২০ ওভারের প্রথম বল ফুলটস দেন৷ এডেন মার্করম এক রান করতে পারেননি৷ ত্যাগী তৃতীয় বলে ওয়াইড ইয়র্কার দেন৷  নিকোলাস পুরান কাট মারার জায়গায় উইকেট হারান৷ তখন সঞ্জু স্যামসন ক্যাচ ধরে দেন ৷ এরপর ৩ রান করার দরকার ছিল৷ হাতে ৭ উইকেট ছিল৷
advertisement
advertisement
advertisement
দীপক ত্যাগী নিজের চতুর্থ বলে ফুল ওয়াইড বল করেন৷ এটা উইকেট থেকে অনেকটা বাইরে ছিল৷ কিন্তু হুডা বাইরে গিয়ে বল মারার একটা চেষ্টা ছিল৷ কারণ আম্পায়র এটাকে ওয়াইড বল ডাকেননি৷ পঞ্চম বলে ত্যাগী এমনটা দেন হুডা-র ব্যাটে বল লেগে স্যামসনের হাতে চলে যায়৷
advertisement
এবার শেষ বলে পঞ্জাবের জয়ের জন্য ৩ রান দরকার ছিল৷ ত্যাগী শেষ বল ফের একবার ফুল ওয়াইড বল দেন৷ ফ্যাবিয়েন এলেন এতে রান করতে পারেননি৷ এইভাবে রাজস্থান রয়্যালস একটি হারা ম্যাচ জিতে যান৷ ত্যাগী ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন৷ এর আগে ৩ ওভারে ২৮ রান দিয়ে একটিও উইকেটও পাননি৷ ম্যাচে রাজস্থান প্রথমে ব্যাট করে ১৮৫ রান করেছিলেন৷ উত্তরে পঞ্জাব দল ৪ উইকেটে ১৮৩ রান করেন৷
advertisement
২০০৯ মুনাফ প্যাটেল করেছিলেন এই কাণ্ড
কার্তিক ত্যাগী শেষ ওভারে সবচেয়ে কম রান বাঁচানোর জন্য মুনাফ প্যাটেলের সঙ্গে এক জায়গায় পৌঁছে গেলেন৷ মুনাফও ২০০৯ সালে রাজস্থানে -র হয়ে খেলতে গিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে ৪ রান বানাতে পারেননি৷ কিন্তু মুম্বই ৭ উইকেট পড়ে গিয়েছিল৷ ১৪৬ রান তাড়া করতে নেমে মুম্বই ১৯ ওভারে ১৪২ রানে ৭ উইকেট হারিয়েছিল৷ শেষ ওভারে ৪ রান করতে হত৷ কিন্তু দল এক রান বানাতে চলে যান৷ ৩ উইকেট হারায়৷ সে সময় রান আউট হয়ে যান৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kartik Tyagi| IPL 2021: একাই বদলে দিলেন ম্যাচের ছক, কেমন ছিল কার্তিক ত্যাগীর শেষ ওভার
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement