Sexual Harrashment-র অভিযোগ নিয়ে কঠোর নিয়ম চালু করতে চলেছে BCCI,আওতায় চুক্তিবদ্ধ Indian Cricketer!

Last Updated:

বোর্ডের (BCCI) এপেক্স কাউন্সিলের বৈঠকে যৌন সংক্রান্ত (Sexual Harrashment) বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে ঠিক হয় একটি আভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে।

BCCI is forming new committe to combat sexual harrashment issues- Photo-PTI
BCCI is forming new committe to combat sexual harrashment issues- Photo-PTI
#মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কঠোর সিদ্ধান্ত। যৌন হেনস্থার (Sexual Harrashment) অভিযোগ নিয়ে কঠোর নিয়ম চালু করতে চলেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত কারোর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রমাণ হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে দোষীকে। বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠকে যৌন হেনস্থা সংক্রান্ত (Sexual Harrashment) বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে ঠিক হয় একটি আভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে। আওতায় চুক্তিবদ্ধ হবেন ভারতীয় ক্রিকেটাররাও (Indian Cricketers)৷
কমিটিতে চারজন সদস্য থাকবেন। গঠিত কমিটির প্রিজাইডিং অফিসার হবেন একজন মহিলা। আইন সংক্রান্ত ধারণা রয়েছে এবং সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এমন দুজনকে নেওয়া হবে কর্মচারীদের মধ্যে থেকে। চতুর্থ ব্যক্তি হবেন বোর্ডের বাইরের লোক যার যৌন হেনস্তার প্রতিরোধ নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বিসিসিআইয়ের (BCCI) সঙ্গে যুক্ত কোন ব্যক্তির বিরুদ্ধে যদি যৌন হেনস্থার অভিযোগ ওঠে কিংবা কেউ যদি যৌন হেনস্থার শিকার হন তাহলে অভিযোগকারীকে কমিটির কাছে তিন মাসের মধ্যে লিখিত অভিযোগ করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে তিন মাসের বদলে ৬ মাস পর্যন্ত সময় দেওয়া হবে। সে ক্ষেত্রে দেখা হবে ভুক্তভোগী তিন মাসের মধ্যে কমিটির কাছে অভিযোগ দায়ের করার সম্ভবনা কতটা কঠিন ছিল।
advertisement
advertisement
অভিযোগ পাওয়ার এক সপ্তাহের মধ্যে অভিযুক্ত কাছ থেকে জবাব চাইবে কমিটি। চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে অভিযুক্তকে জবাবদিহি করতে হবে। তারপর তদন্ত শুরু হবে। অভিযোগ পাওয়ার তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে কমিটি রিপোর্ট জমা দেবে বোর্ডের কাছে। বোর্ড নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে কমিটিকে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত কমিটি জানাবে। অভিযুক্ত তিন মাস পর্যন্ত সময় পাবে রায়ের বিরুদ্ধে আদালতে যাওয়ার জন্য। যৌন হেনস্থা নিয়ে বিসিসিআই যে নীতি চালু করতে চাইছে তাতে থাকবেন বোর্ডের সঙ্গে যুক্ত প্রত্যেকেই।
advertisement
বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ সমস্ত ক্রিকেটারও (Indian Cricketers) এই নীতির আওতায় থাকবেন। এছাড়াও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির আধিকারিক থেকে শুরু করে ধারাভাষ্যকার, ম্যাচ অফিশিয়াল, প্রোডাকশনের প্রত্যেকেই থাকবেন। এমনকি বোর্ড অফিসের কর্মকর্তারাও এর আওতায় পড়বেন। অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে সংশ্লিষ্ট সেই ব্যক্তির আর্থিক জরিমানা থেকে চাকরি যাওয়া পর্যন্ত শাস্তি হতে পারে। অতীতে বোর্ডের আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। বোর্ডের প্রাক্তন সিইও রাহুল জোহরির বিরুদ্ধে মি টুর অভিযোগ ওঠে। পরে রাহুলকে সরিয়ে দেওয়া হয়েছিল।
advertisement
 ERON ROY BURMAN
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sexual Harrashment-র অভিযোগ নিয়ে কঠোর নিয়ম চালু করতে চলেছে BCCI,আওতায় চুক্তিবদ্ধ Indian Cricketer!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement