Indian Cricket Team: Virat Kohli-কে পিঠে যন্ত্রণা চেপে ধরত দিনের বিভিন্ন সময়ে, কী করে পেলেন মুক্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক (Captain) বিরাট কোহলি (Virat Kohli) ভুগতেন পিঠের যন্ত্রণায়৷
#কলকাতা : ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক বিরাট কোহলি-র (Virat Kohli) কেরিয়ারে এমন সময়ও এসেছিল৷ যখন প্রবল পিঠে যন্ত্রণার (Virat Kohli back pain ) জন্য তিনি কষ্ট পাচ্ছিলেন৷ কিন্তু ভারতীয় দলের প্রাক্তন ফিটনেস কোচ বাসু শঙ্করের তত্বাবধানে এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পান৷ কোহলি বাসু শঙ্করের বই, ‘‘১০০,২০০ প্র্যাক্টিক্যাল অ্যাপ্লিকেশনে ইন স্ট্রেংথ এন্ড কন্ডিশানিং’’ এ প্রস্তবনায় বলেছেন এভাবে ফিটনেস কোচ তাঁকে ওজন ওঠানোর জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন, এর সাহায্যে তাঁর সবচেয়ে ফিট ক্রিকেটারদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় সাহায্য হয়েছিল৷
কোহলি বলেছেন ২০১৪ সালের শেষ মাসগুলির সময়ে তিনি পিঠের ব্যাথার জন্য তিনি ব্যতিব্যস্ত ছিলেন৷ কিছুতেই তার থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি৷ প্রত্যেক সকালে পিঠের ব্যাথা ঠিক করতে তাঁর ৪৫ মিনিট পরিশ্রম করতে হত৷ কিন্তু দিনের বেলা যে কোনও সময়ে তাঁর ফের যন্ত্রণায় কাহিল অবস্থা হত৷
advertisement
advertisement
শরীরের শক্তি ফেরত আনা যায় কী করে তা নিয়ে কথা হয়েছিল
তিনি জানিয়েছেন এরপরে বাসু স্যার এবং আমার ওজন ওঠানো এবং শরীরে পুরো শক্তি ফেরত আনার বিষয়টি নিয়ে কথা হয়েছিল৷ জাতীয় দলের সঙ্গে ২০১৫ থেকে ২০১৯ অবধি কাজ করা শঙ্কর -কোহলি ও গোটা দলের ফিটনেসে সকারত্মক পরিবর্তন এনেছেন৷ কোহলি জানিয়েছেন, ‘‘প্রথমে আমি ওজন ওঠানো নিয়ে নিশ্চিত ছিলাম না৷ কিন্তু বাসু স্যার আমার সঙ্গে খালি একটা কথার আশ্বাস দিয়েছিলেন আমার ওপর ভরসা রাখ৷ আমার ওনার জ্ঞান ও অভিজ্ঞতার ওপর পুরো ভরসা ছিল৷ ’’
advertisement
আরও পড়ুন - আটোঁসাঁটো পোশাকে সাদা মাখন ত্বক, Sara Tendulkar-এ মজে Bollywood, তিনি কোন ক্রিকেটারের ছবি করলেন শেয়ার
উনি বলেন , ‘‘আমার শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৫ -র সিরিজ মনে রয়েছে৷ আমি বাসু স্যারের থেকে ওজন ওঠানো শিখতে শুরু করে দিয়েছিলাম৷ আমি এই নিয়ে পড়াশুনো করতে গিয়ে বুঝতে ও অনুভব করতে শুরু করি এর দ্বারা কিছু অদ্ভুত করার দিশায় আমি কাজ করছি৷ কোহলি জানিয়েছিলেন এর ফলাফল একেবারে আলাদা -যাতে আমার শরীরের ক্ষমতা নিয়ে চেনা ধারণা একেবার বদলে গিয়েছিল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2021 5:13 PM IST