Malaika থেকে Deepika, পুজোর সাজে সঙ্গে থাকুক Bollywood-ডিভার ফ্যাশন ট্রেন্ড!

Last Updated:

Deepika Padukone হতে চান! ঘুরতে বেরোতে না-পারলেও সেজেগুজে হাউজ পার্টি বা ঘরোয়া আড্ডাই হয়ে যাক!

প্রসঙ্গত উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পরে দীপিকা পাড়ুকোনের মত বলিউডের প্রথম সারির অভিনেত্রীকেও মাদক যোগে ডেকে পাঠানো হয়েছিল। এনসিবির তরফে তাঁকে জেরা করা করা হয়েছিল। এমনকী সইফ কন্যা সারা আলি খানকেও ডেকে জেরা করা হয়েছিল সেসময়। জেরার মুখে পড়তে হয়েছিল রকুল প্রীত সিংকেও।
প্রসঙ্গত উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পরে দীপিকা পাড়ুকোনের মত বলিউডের প্রথম সারির অভিনেত্রীকেও মাদক যোগে ডেকে পাঠানো হয়েছিল। এনসিবির তরফে তাঁকে জেরা করা করা হয়েছিল। এমনকী সইফ কন্যা সারা আলি খানকেও ডেকে জেরা করা হয়েছিল সেসময়। জেরার মুখে পড়তে হয়েছিল রকুল প্রীত সিংকেও।
#কলকাতা: গত বছরের উৎসবের মরসুমে সে ভাবে আনন্দ করতে পারেননি মানুষজন। দুর্গাপুজোও (Durga Puja) পালিত হয়েছে বিধিনিষেধের গেরোয়। কিন্তু এ বার সেই বিধিনিষেধ পুরোপুরি না উঠলেও খানিক শিথিল রয়েছে। ফলে এই বছরও মানুষ আদৌ আনন্দ করতে পারবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু তা বলে কি শপিং বন্ধ থাকবে? সাজগোজ থেমে থাকবে? আরে, পুজোতো বছরে এক বারই আসে! তাই ঘুরতে বেরোতে না-পারলেও সেজেগুজে হাউজ পার্টি বা ঘরোয়া আড্ডাই হয়ে যাক! তা হলে দেখে নেওয়া যাক, এই বছরের উৎসবের ফ্যাশন (Festive Fashion) ট্রেন্ড! পুজোর ৪ দিন কেমন সাজলে ভালো হয়, সেই বিষয়ে একটা আইডিয়াও পেয়ে যাওয়া যাবে!
সোনার মতো ঝলমলে:
ফ্যাশনে এই ট্রেন্ড বরাবরই ইন। ঝলমলে পোশাকের মধ্যে অন্যতম সিক্যুইন শাড়ি অথবা সিক্যুইন পোশাক। যা একটা নাটকীয় লুক এনে দেয়। আর এই ধরনের সোনালি ঝলমলে পোশাকের সঙ্গে পান্না অথবা হিরের গয়না পরলে দারুণ মানায়। ফ্যাশনিস্তা মালাইকা অরোরাকে (Malaika Arora) প্রায়শই এই ধরনের বোল্ড স্টাইল ক্যারি করতে দেখা যায়।
advertisement
advertisement
মোনোটোন:
এই ট্রেন্ড কখনওই পুরনো হতে পারে না। আর সেই সঙ্গে এই ধরনের সাজে গড়বড় হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। মোনোটোন এমন একটি ফ্যাশন ট্রেন্ড, যা সাধারণ কিন্তু খুবই নজরকাড়া। যেমন, সম্প্রতি একটি ফটোশ্যুটে কিয়ারা আডবানি (Kiara Advani) একটি সতেজ সবুজ রঙের শাড়ির সঙ্গে মানানসই একটি ফ্লোরাল ব্লাউজও পরেছিলেন। যা তাঁর মোনোটোন লুকে আলাদাই একটা চমক এনে দিয়েছে।
advertisement
কালার ব্লক:
বর্তমানে এই ট্রেন্ডও বেশ ইন। বিভিন্ন রঙের মিশেল এই ট্রেন্ডের বিশেষত্ব। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone) ডিজাইনার পায়েল খান্ডেলওয়ালার কালেকশনের একটি প্লিটেড শাড়ি পরেছিলেন। সঙ্গে বেছে নিয়েছিলেন উজ্জ্বল হলুদ রঙের ব্লাউজ এবং কানে ছিল অ্যাকোয়া রঙের দুল। আর চুলটাকে নিচু করে একটা ছোট্ট খোঁপা বা বান করেছিলেন। ছিমছাম অথচ নজরকাড়া সাজ তাঁকে আরও মোহময়ী করে তুলেছিল।
advertisement
সাদায় বাজিমাত:
ফ্যাশন স্টেটমেন্ট যাবে-আসবে। কিন্তু সাদা সব সময় ফ্যাশনে ইন থাকবে। হয় তো মন স্থির করা যাচ্ছে না যে কী পরলে ভালো হয়, চোখ বুজে সাদার ওপর ভরসা রাখা যায় এক্ষেত্রে। আর সাদা শাড়ি হলে তো কথাই নেই! তার সঙ্গে স্টেটমেন্ট ব্লাউজ বেছে নেওয়া যায়। আর সাজ সম্পূর্ণ করতে নজরকাড়া কোনও গয়না পরে নিলেই হল। সম্প্রতি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) একটি সাদা শাড়িতে ক্যামেরায় ধরা দিয়েছেন। আর তাঁর সাদা শাড়ির জমি জুড়ে ছিল এমব্রয়ডারির কাজ। ফলে ওই সাদা শাড়ি জ্যাকলিনের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল।
advertisement
হ্যান্ডলুমের ম্যাজিক:
বর্তমান ফ্যাশন ট্রেন্ডের মধ্যমণি হ্যান্ডলুম। আর তা ভীষণ জনপ্রিয় হয়েছে। বিভিন্ন বড় বড় ডিজাইনার সংস্থাগুলিও ভারতীয় কারুশিল্প তুলে ধরছে। দেশের বিভিন্ন অংশের হ্যান্ডলুম পোশাক ভীষণই পছন্দ করছেন নানা স্তরের মানুষ। এর মধ্যে হ্যান্ড ব্লক প্রিন্ট বেশ উল্লেখ্য। কঙ্কণা সেন শর্মা (Konkona Sen Sharma) থেকে শুরু করে বিদ্যা বালন (Vidya Balan)- সকলেই আজকাল হ্যান্ডলুম বেছে নিচ্ছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Malaika থেকে Deepika, পুজোর সাজে সঙ্গে থাকুক Bollywood-ডিভার ফ্যাশন ট্রেন্ড!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement