TRENDING:

ভারত তো কোন ছাড়...ইন্ডিয়ার পড়শি দেশকেও ছাড়ল না ট্রাম্প! ১০% থেকে ৪১%...৯৪টা দেশের কার মাথায় চাপল কত শুল্ক?

Last Updated:

বৃহস্পতিবার, হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা পণ্যের জন্য "সর্বজনীন" শুল্ক ১০ শতাংশ বহাল থাকবে, যা ২ এপ্রিল কার্যকর করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: ভারত তো কোন ছাড়৷ এবার নিজের বন্ধু দেশগুলোকেও ছাড়ল না ট্রাম্প৷ আবারও বাড়ানো হল শুল্ক৷ হাতে আর মাত্র ৭ দিন৷ একেবারে ১০% থেকে ৪১%৷ আগামী ৭ অগাস্ট থেকেই যা কার্যকর হবে বলে জানানো হয়েছে আমেরিকার একটি প্রশাসনিক কার্যনির্বাহী নির্দেশপত্রে৷ কোন কোন দেশে পড়ল সবচেয়ে বেশি প্রভাব?
News18
News18
advertisement

ওই নির্দেশে ট্রাম্প জানিয়েছেন, নতুন নিয়মে ৪১ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানো হয়েছে কিছু কিছু দেশের ক্ষেত্রে৷ সেই সমস্ত দেশকে তাঁদের পণ্য আমেরিকায় বেচতে হলে দিতে হবে ৪১ শতাংশ পর্যন্ত শুল্ক৷ দেশের বাণিজ্য খাতে ঘাটতি মেটাতে তাঁর এই পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ট্রাম্প৷

ক’দিন আগেই ১ অগাস্টকে ট্রেড ডেডলাইন হিসাবে ঘোষণা করেছিলেন ট্রাম্প৷ সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এল পরবর্তী নির্দেশ৷ বাড়ানো হল ডেডলাইনের সময়সীমা৷

advertisement

আরও পড়ুন: ট্রাম্পের শেখানো বুলি আওড়াচ্ছে…ভারতকে নিয়ে বিরক্তি ঝরে পড়ল গলায়! রাশিয়াকে টেনে বলল, ‘ওই এশীয় দেশ..’

নীচে পরিবর্তিত শুল্ক তুলে ধরা হল৷ যেখানে ব্রাজিল, সিরিয়া, সুইৎজারল্যান্ড, মায়ানমারের মতো দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে৷

আফগানিস্তান ১৫%
আলজেরিয়া ৩০%
অ্যাঙ্গোলা ১৫%
বাংলাদেশ ২০%
বলিভিয়া ১৫%
বসনিয়া ও হার্জেগোভিনা ৩০%
বতসোয়ানা ১৫%
ব্রাজিল ১০%
ব্রুনেই ২৫%
কম্বোডিয়া ১৯%
ক্যামেরুন ১৫%
চাদ ১৫%
কোস্টারিকা ১৫%
কোট ডি’ভোয়্যার ১৫%
গণপ্রজাতন্ত্রী কঙ্গো ১৫%
ইকুয়েডর ১৫%
ইউরোপীয় ইউনিয়ন ০%–১৫%
ইকুয়েটোরিয়াল গিনি ১৫%
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ১০%
ফিজি ১৫%
ঘানা ১৫%
গায়ানা ১৫%
আইসল্যান্ড ১৫%
ভারত ২৫%
ইন্দোনেশিয়া ১৯%
ইরাক ৩৫%
ইসরায়েল ১৫%
জাপান ১৫%
জর্ডান ১৫%
কাজাখস্তান ২৫%
লাওস ৪০%
লেসোথো ১৫%
লিবিয়া ৩০%
লিচেনস্টেইন ১৫%
মাদাগাস্কার ১৫%
মালাওই ১৫%
মালয়েশিয়া ১৯%
মরিশাস ১৫%
মলডোভা ২৫%
মোজাম্বিক ১৫%
মিয়ানমার (বার্মা) ৪০%
নামিবিয়া ১৫%
নাউরু ১৫%
নিউজিল্যান্ড ১৫%
নিকারাগুয়া ১৮%
নাইজেরিয়া ১৫%
নর্থ মেসিডোনিয়া ১৫%
নরওয়ে ১৫%
পাকিস্তান ১৯%
পাপুয়া নিউ গিনি ১৫%
ফিলিপাইন ১৯%
সার্বিয়া ৩৫%
দক্ষিণ আফ্রিকা ৩০%
দক্ষিণ কোরিয়া ১৫%
শ্রীলংকা ২০%
সুইজারল্যান্ড ৩৯%
সিরিয়া ৪১%
তাইওয়ান ২০%
থাইল্যান্ড ১৯%
ত্রিনিদাদ ও টোবাগো ১৫%
তিউনিসিয়া ২৫%
তুরস্ক ১৫%
উগান্ডা ১৫%
যুক্তরাজ্য ১০%
ভানুয়াতু ১৫%
ভেনেজুয়েলা ১৫%
ভিয়েতনাম ২০%
জাম্বিয়া ১৫%
জিম্বাবয়ে ১৫%

advertisement

বৃহস্পতিবার, হোয়াইট হাউস জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা পণ্যের জন্য “সর্বজনীন” শুল্ক ১০ শতাংশ বহাল থাকবে, যা ২ এপ্রিল কার্যকর করা হয়েছিল।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে ‘লেনদেন’ই কি কাল হল…বিঁধছে ইরানের সঙ্গে দেওয়া-নেওয়াও! ট্রাম্পের হুঁশিয়ারি, ‘ভারত-রাশিয়া একসাথে ডুবুক…আমার কী’

তবে, এই ১০ শতাংশ হার কেবলমাত্র সেই দেশগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে যেগুলির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বেশি করে, যে দেশগুলি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমদানির চেয়ে বেশি রফতানি করে।

advertisement

নতুন আদেশ অনুসারে, যেসব দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে, তাদের জন্য ১৫ শতাংশ হার নতুন শুল্ক স্তর তৈরি করা হয়েছে।

এর ফলে, প্রায় ৪০টি দেশ নতুন ১৫ শতাংশ নতুন শুল্ক দেবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সিএনএন অনুসারে, হোয়াইট হাউস ২৬টি দেশকে চিহ্নিত করেছে যাদের পণ্যের উপর ১৫ শতাংশের বেশি মার্কিন শুল্ক আরোপ করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারত তো কোন ছাড়...ইন্ডিয়ার পড়শি দেশকেও ছাড়ল না ট্রাম্প! ১০% থেকে ৪১%...৯৪টা দেশের কার মাথায় চাপল কত শুল্ক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল