ট্রাম্পের শেখানো বুলি আওড়াচ্ছে...ভারতকে নিয়ে বিরক্তি ঝরে পড়ল গলায়! রাশিয়াকে টেনে বলল, ‘ওই এশীয় দেশ..’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পাশাপাশি, মার্কো রুবিও এ-ও বলেন, ‘‘আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব পরিষ্কার ভাবে নিজের বিরক্তির থা জানিয়ে দিয়েছেন৷ এত তেল বিক্রেতা রয়েছে, তা-ও সেই রাশিয়ার থেকেই তেল কিনছে ভারত৷’’
নয়াদিল্লি: গত বুধবার রাতেই হয়েছে ঘোষণা৷ ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্পের আমেরিকা৷ কারণ কী? এরপর কী পদক্ষেপ করবে ভারত? এ নিয়ে দিনভর জল্পনা হয়েছে বিস্তর৷ ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরে আরও একবার তাঁর কথাই প্রতিধ্বনিত হতে শোনা গেল আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর গলায়৷ স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কো রুবিও তীব্র বিরক্তি প্রকাশ করে জানালেন, রাশিয়ার কাছ থেকে সস্তায় তৈলজাত পণ্য কেনা অবশ্যই ‘ওই এশীয় দেশের’ উপরে শুল্ক চাপানোর অন্যতম কারণ৷
advertisement
এই নিয়ে ট্রাম্প প্রশাসনের তিনি দ্বিতীয় ঊর্ধ্বতন ব্যক্তি যিনি গত ২৪ ঘণ্টার মধ্যে ভারত নিয়ে মন্তব্য করলেন৷ এর আগে কোষাগার সচিব স্কট বেসেন্ট বলেছিলেন, ভারতের সঙ্গে শুল্ক সংক্রান্ত ‘ডিল’ করতে গিয়ে আমেরিকার প্রতিনিধিরা বিরক্ত হয়ে গিয়েছিল৷ পাশাপাশি, স্কটও ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের কথা তুলে ধরেছিলেন৷
advertisement
গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় কার্যত ভারতকে অপমান করে লিখেছিলেন, ‘‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে আমার কিচ্ছু এসে যায় না৷ ওরা নিজের নিজের দেশের মৃতপ্রায় অর্থনীতিকে একসাথে ডুবে যাক, আমার তাতে কী৷ আমরা ভারতের সঙ্গে খুবই কম বাণিজ্য করেছি, আর ওদের শুল্কও অনেক বেশি৷ বিশ্বের সবচেয়ে বেশি শুল্কযুক্ত দেশগুলির মধ্যে অন্যতম ভারত৷ ’’ ট্রাম্প লেখেন, ‘‘তেমনই রাশিয়াও, রাশিয়ার সঙ্গে আমেরিকা কার্যত কোনও ব্যবসাই করে না৷ তাই এরকমই থাকুক৷’’
advertisement
ট্রাম্পের সেই কথার রেশ টেনেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ‘‘ভারত অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বন্ধু দেশ৷ আর পাঁচটা ক্ষেত্রে যেমন হয়, বৈদেশিক নীতি নির্ধারণ করতে গেলে ১০০ শতাংশ ক্ষেত্রে সহমত হতে পারি না৷ ভারতের বিশাল অর্থনীতি চালাতে গেলে কয়লা, তেল, গ্যাস ইত্যাদি লাগবেই৷ আর ভারত সেটা কেনে রাশিয়ার কাছ থেকে, কারণ ওরা সস্তায় বেচে৷ সেটা অবশ্যই রাশিয়াকে যুদ্ধ (ইউক্রেনের বিরুদ্ধে) চালিয়ে যাওয়ার রসদ জোগাচ্ছে৷ তাই ভারতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে এটা একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তো অবশ্যই৷’’
advertisement