TRENDING:

Donald Trump: ডোনাল্ড ট্রাম্পকেও মারতে চেয়েছিল? মিনেপলিসের শ্যুটার ঘিরে অজস্র রহস্য..ভারতের নামও ম্যাগাজিনে লেখা

Last Updated:

ইউটিউবে এই ওয়েস্টম্যানের একটি ইউটিউব চ্যানেল ছিল৷ নাম ‘রবি ডব্লিউ’৷ এই চ্যানেল বন্ধ করার ঠিক আগে সেখানে কমপক্ষে ২টি আপত্তিকর ভিডিও ছিল বলে জানা গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: আমেরিকার মিনেপলিসের চার্চে গুলি চালনার ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে৷ ঘটনার শ্যুটার তেইশ বছরের রবিনওয়েস্টম্যানের কাছে যে আগ্নেয়াস্ত্রে লেখা রয়েছে, তাতে লেখা রয়েছে ‘কিল ডোনাল্ড ট্রাম্প’, ‘নিউক ইন্ডিয়া’র মতো শব্দবন্ধ৷ শ্যুটারের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে সেই ছবি৷ বৃহস্পতিবারের গুলি চালনার ঘটনারপরেই পার্কিং লটে উদ্ধার হয়েছে ওয়েস্টম্যানের গুলিবিদ্ধ দেহ৷ সে আত্মঘাতী হয়েছে বলেই মনে করছে স্থানীয় পুলিশ৷
News18
News18
advertisement

স্কুলের চার্চে গুলি চালনার ঘটনায় ওয়েস্টম্যান একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্টল ব্যবহার করেছিল বলে জানা গিয়েছে৷ এই তিন অস্ত্রই সে নিজে অস্ত্রের দোকান থেকে কিনেছিল বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: দুর্দান্ত প্ল্যান তো! চাকরি বিক্রির টাকা দিয়ে SIP…জীবনকৃষ্ণ যেভাবে টাকা খাটাত, শুনলে ভাববেন এটাও হয়…

advertisement

২০২০ সালের আগে ছেলে হিসাবে পরিচিত ছিল ওয়েস্টম্যান৷ নাম ছিল রবার্ট৷ ২০২০ সালের পরে লিঙ্গ পরিবর্তন করে সে মহিলা হিসাবে পরিচিতি গড়ে তোলে৷ নাম হয় রবিন ওয়েস্টম্যান৷

ইউটিউবে এই ওয়েস্টম্যানের একটি ইউটিউব চ্যানেল ছিল৷ নাম ‘রবি ডব্লিউ’৷ এই চ্যানেল বন্ধ করার ঠিক আগে সেখানে কমপক্ষে ২টি আপত্তিকর ভিডিও ছিল বলে জানা গিয়েছে৷

advertisement

আরও পড়ুন: আজ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ! আজ কী বার্তা দেবেন মমতা-অভিষেক? সেদিকেই নজর

সেই ভিডিওগুলির মধ্যে একটি ছিল ১ মিনিট লম্বা৷ ভিডিওটি একটি মোবাইলে শ্যুট করা হয়েছিল৷ সেখানেই বিভিন্ন আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র এবং লোডেড ম্যাগাজিন দেখিয়েছিল ওয়েস্টম্যান৷

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

ম্যাগাজিনগুলিতে লেখা ছিল, ‘কিল ডোনাল্ডট্রাম্প’, ‘কিল ডোনাল্ড ট্রাম্প’, ‘ইজরায়েল মাস্ট ফল’, ‘বার্ন ইজরায়েল’, ‘নিক ইন্ডিয়া’৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: ডোনাল্ড ট্রাম্পকেও মারতে চেয়েছিল? মিনেপলিসের শ্যুটার ঘিরে অজস্র রহস্য..ভারতের নামও ম্যাগাজিনে লেখা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল