তবে এই গোটা ‘বিজয় দিবসে’র অনুষ্ঠানে কালির পোচের মতো রইল ট্রাম্পের ভাষণকালে ইজরায়েলি আইনসভার দুই প্রতিনিধির বিক্ষোভ৷ তবে বাকিরা অবশ্য আশ্বাস দিয়েছেন, পরবর্তী নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকেই সমর্থন করবেন তাঁরা৷
এদিন ট্রাম্প ডায়াসে উঠতেই ইজরায়েলি পার্লামেন্টে উপস্থিত সকলেই তাঁকে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান৷ উচ্ছ্বাস প্রকাশ করেন৷ ট্রাম্প তাঁদের আশ্বাস দেন, ‘ঠিক যেভাবে এখন আমেরিকার সুবর্ণ সময় চলছে’ ঠিক তেমনই এবার ‘ইজরায়েলের সুবর্ণ সময়’ আসতে চলেছে৷
advertisement
তিনি বলেন, ‘‘এবং এত বছরের অবিরাম যুদ্ধ এবং অন্তহীন সংঘর্ষের পরে, অবশেষে আজ আকাশ শান্ত, বন্দুক স্তব্ধ, সাইরেন স্থির, এবং সূর্য উঠছে এমন এক পবিত্র ভূমিতে যা অবশেষে শান্তি পেয়েছে, এমন এক ভূমি এবং একটা অঞ্চল, যা ঈশ্বরের ইচ্ছায় চিরকাল শান্তিতে বাস করবে৷ এটা কেবল একটা যুদ্ধের সমাপ্তি নয়… এটা মধ্যপ্রাচ্যের জন্য এক ঐতিহাসিক সূচনা৷’’
বক্তৃতার সময়, তিনি আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবির পুনরাবৃত্তি করেন৷ বলেন, “যখন আপনি আট মাসে আটটি যুদ্ধের মীমাংসা করেন, তখন এর অর্থ আসলে আপনি যুদ্ধ পছন্দ করেন না। সবাই ভেবেছিল আমি নিষ্ঠুর। আমার মনে আছে হিলারি ক্লিনটন বলেছিলেন যে আমি সবার সাথে যুদ্ধ করতে যাচ্ছি। উনি দাবি করেছিলেন আমার ব্যক্তিত্বে যুদ্ধে যাওয়ার গুণ দেখতে পান তিনি৷ কিন্তু আমি মনে করি আমার মধ্যে আসলে যুদ্ধ বন্ধ করার ব্যক্তিত্ব রয়েছে৷”
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘‘নেতানিয়াহুর সঙ্গে পেরে ওঠা সোজা কথা নয়৷ এই কারণেই উনি মহান৷ তবে এখন তুমি একটু ভাল হতে পারো বিবি এখন আর তুমি যুদ্ধে নেই৷’’
পাশাপাশি এদিন আরব দেশগুলিকেও ধন্যবাদ জানান ট্রাম্প৷ ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “যুদ্ধবন্দিদের মুক্তি এবং তাদের দেশে ফেরত পাঠাতে হামাসের উপর চাপ সৃষ্টির জন্য আরব ও মুসলিম দেশগুলির প্রতি আমি আমার অগাধ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ট্রাম্প বলেন, ‘‘বিশ্ব শান্তি চেয়েছিল, ইজরায়েল শান্তি চেয়েছিল, প্রত্যেকে চেয়েছিল৷ আর অবশেষে সেই জয় এল৷’’