Nobel Economics Prize: অর্থনৈতিক উন্নতিতে কী ভূমিকা রয়েছে প্রযুক্তির? সেই নতুন দিশা ব্যাখ্যা করে অর্থনীতিতে নোবেল ৩ অর্থনীতিবিদের

Last Updated:

আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা (১.২ মিলিয়ন ডলার)।

News18
News18
স্টকহোম: জোয়েল মোকির, ফিলিপ অ্যাঘিয়ান এবং পিটার হাউইট৷ ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পেলেন এই তিন অর্থনীতিবিদ৷ ‘প্রযুক্তি চালিত অর্থনৈতিক বৃদ্ধি’ ব্যাখ্যা করার জন্য তিনজনকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স৷
আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে সেভেরিজেস রিক্সব্যাঙ্ক পুরস্কার নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির মূল্য ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা (১.২ মিলিয়ন ডলার)।
advertisement
পুরস্কার প্রদানকারী সংস্থা বিবৃতিতে জানিয়েছে, ‘‘বিজয়ীরা আমাদের শিখিয়েছেন যে সাসটেন্ড গ্রোথকে হালকাভাবে নেওয়া যায় না। ইতিহাসের বেশিরভাগ সময় বৃদ্ধি নয়, অর্থনৈতিক স্থবিরতাই দেখেছে মানুষ। তাদের কাজ আমাদের বুঝিয়েছে অর্তনৈতিক বৃদ্ধি অব্যাহত রাখতে আমাদের কোন কোন বাধার সম্মুখীন হতে হবে, এবং তা কী করে পেরতে হবে৷’’
advertisement
গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, শান্তি এবং সাহিত্যের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সুইডিশ ডিনামাইট উদ্ভাবক এবং ব্যবসায়ী আলফ্রেড নোবেলের উইলে এই পুরস্কারগুলি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯০১ সাল থেকে তা বিতরণ করা হচ্ছে।
advertisement
অর্থনীতির পুরস্কারটি অনেক পরে প্রতিষ্ঠিত হয়৷ প্রথম প্রদান করা হয় ১৯৬৯ সালে৷ সেবার নরওয়ের রাগনার ফ্রিশ এবং নেদারল্যান্ডসের জ্যান টিনবার্গেন এটি জিতেছিলেন। টিনবার্গেনের ভাই নিকোলাসও ১৯৭৩ সালে চিকিৎসাবিদ্যায় পুরষ্কার জিতেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Nobel Economics Prize: অর্থনৈতিক উন্নতিতে কী ভূমিকা রয়েছে প্রযুক্তির? সেই নতুন দিশা ব্যাখ্যা করে অর্থনীতিতে নোবেল ৩ অর্থনীতিবিদের
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: 'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
'আরও কোণঠাসা নীতীশ, চিরাগেই বাজি ধরল বিজেপি!' বিহার ভোটে এনডিএ জোটে কার ভাগে কত আসন?
  • বিহার নির্বাচনের জন্য এনডিএ-এর আসন রফা চূড়ান্ত৷

  • নীতীশ কুমারের জেডিইউ-কে বাড়তি আসন ছাড়ল না বিজেপি৷

  • গুরুত্ব চিরাগ পাসওয়ানকে৷

VIEW MORE
advertisement
advertisement