TRENDING:

ইঁদুরের মাংস খেয়ে বিপদ বাড়াল চিনারা! ছড়াচ্ছে নতুন মারণ ভাইরাস

Last Updated:

Langya Henipavirus: করোনার উত্পাতের মাঝে আবার নতুন ভাইরাস! বারবার চিন বিপদে ফেলবে গোটা বিশ্বকে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেজিং: ২০১৯ সালের শেষের দিকে করোনাভাইরাস চিন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এই ভাইরাস যে এত বিপজ্জনক প্রমাণিত হবে, তা সেই সময় কারও ধারণা ছিল না।
advertisement

পরের বছর অর্থাত্ ২০২০-র মার্চ নাগাদ এই ভাইরাসের ফলে ভারতেও লকডাউন হয়। অনেকেই দাবি করেছিলেন, করোনাভাইরাসের উৎপত্তি চিন থেকে। কিন্তু চীন আজ পর্যন্ত তা মেনে নেয়নি।

কিছু লোক বিশ্বাস করেন, চিন কোনও ল্যাবে এই ভাইরাস তৈরি করেছে। অনেক বিশেষজ্ঞের মতে, চিনের উহান মিট মার্কেটে বিক্রি হওয়া বাদুড়ের মাংস থেকে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। তার পর সেটাই মহামারীর আকার নেয়।

advertisement

আরও পড়ুন- কাটেনি কোভিডের রেশ, ফের নয়া ভাইরাস সংক্রমণ চিনে! ইতিমধ্যেই আক্রান্ত ৩৫

সত্যিটা আসলে কী, তা এখনও জানা যায়নি। তবে এই মারণ ভাইরাস সারা বিশ্বে বহু মানুষের প্রাণহানির কারণ হয়েছিল। চিনের মাংসের বাজার কিছু সময়ের জন্য বন্ধ ছিল। কিন্তু এর পর আবারও সেখানে নির্বিচারে শুরু হয়েছে পশুপাখির মাংসের ব্যবসা।

advertisement

এখন আবার চিন থেকে নতুন একটি ভাইরাসের প্রাদুর্ভাবের খবর আসছে। ইঁদুরের মাংস থেকে এই ভাইরাস এবার মানুষের শরীরে এসেছে বলে দাবি করছেন অনেকে। তবে এখনও নিশ্চিত নয়, এই ভাইরাস করোনার মতো মানুষ থেকে মানুষে ছড়াবে কী না!

নতুন এই ভাইরাস নিয়ে চীনে সতর্কতা জারি করা হয়েছে। অনেকে বলছেন, এই ভাইরাস ইঁদুর থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এর নাম দি লংইয়া হেনিপাভাইরাস বা লংইয়া।

advertisement

চিনে এখন পর্যন্ত মোট ৩৫ জন এই ভাইরাসের শিকার হয়েছেন। দ্য তাইপেই টাইমসের খবর অনুযায়ী, এই ৩৫ জনের কেউই এখনও পর্যন্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েনি। কিংবা কারো মৃত্যুও হয়নি।

আরও পড়ুন- ‘এফবিআই’ হানা! প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতির বিস্ফোরক দাবিতে তোলপাড়

প্রত্যেকেরই সর্দি-কাশির মতো উপসর্গ রয়েছে। চিনের শানডং এবং হেনান প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। মানুষ থেকে মানুষে সংক্রমণের প্রমাণ এখনও পাওয়া যায়নি।

advertisement

চিনে ছড়িয়ে পড়া লংইয়া ভাইরাসের লক্ষণ সাধারণ ফ্লুর মতোই। ২৬টি ক্ষেত্রে মাথাব্যথা, কাশি, খিদে কমে যাওয়া, শরীরে ব্যথা এবং বমির মতো উপসর্গ রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এছাড়া এই ভাইরাসের হানায় মানুষের শরীরে শ্বেত রক্ত ​​কণিকা কমে যাচ্চে। প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে। কিছু ক্ষেত্রে লিভার এবং কিডনি ফেইলিউর দেখা গিয়েছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
ইঁদুরের মাংস খেয়ে বিপদ বাড়াল চিনারা! ছড়াচ্ছে নতুন মারণ ভাইরাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল