ঘটনাটি ঘটেছে ফ্লোরিডাতে, গত বুধবার। ডোয়েন ভিক্টর মিলার নামে ৪৪ বছরের অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর অপরাধ, বেআইনি ভাবে বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তিনি। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে পুলিশের কাছে ডোয়েন ভিক্টর মিলার নিজেই আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছে, মেয়ের ঘরের দরজা বন্ধ ছিল। সেই সময় তিনি মেয়ের চিৎকার শুনতে পান।
advertisement
আরও পড়ুন: নিকি হত্যাকাণ্ডে নয়া মোড়, সাহিলের বাবা সামিল ষড়যন্ত্রে! এক পুলিশ দেহ ফ্রিজে রাখতে বলে
দরজা খোলামাত্রই মিলার দেখতে পান, তাঁরই বন্ধু মেয়ের বিছানায় নগ্ন অবস্থায় শুয়ে রয়েছে। সেদিন বাড়িতেই মদের আসর বসিয়েছিলেন মিলাররা। সেখানেই এসেছিলেন ওই বন্ধুটি। পরে পুলিশের কাছে তিনি জানান, অত্যধিক মদ্যপানের পর হুঁশ না থাকায় মিলারের মেয়ের ঘরে ঢুকে পড়েন তিনি। সেখানেই পোশাক খুলে শুয়ে পড়েন। মেয়ে ঘুম থেকে উঠে আচমকা এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে।