TRENDING:

Crime News: মেয়ের বিছানায় নগ্ন অবস্থায় বন্ধুকে দেখে এলোপাথাড়ি গুলি বাবার! মারাত্মক কাণ্ড

Last Updated:

Crime News: মেজাজ সপ্তমে। জ্ঞানশূন্য বন্ধুর দিকে তাক করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্লোরিডা: নিজের তরুণী মেয়ের পাশে নিজেরই বন্ধুকে নগ্ন অবস্থায় শুয়ে থাকতে দেখে ফেলেন বাবা। আর তারপরই মেজাজ সপ্তমে। জ্ঞানশূন্য বন্ধুর দিকে তাক করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। মেয়ের পাশে কীভাবে বন্ধু নগ্ন হয়ে শুয়ে রয়েছে তার কোনও উত্তরের খোঁজ না করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাবা। পর পর গুলি চালাতে শুরু করেন দৃশ্য দেখামাত্রই।
অভিযুক্ত ডোয়েন ভিক্টর মিলার
অভিযুক্ত ডোয়েন ভিক্টর মিলার
advertisement

ঘটনাটি ঘটেছে ফ্লোরিডাতে, গত বুধবার। ডোয়েন ভিক্টর মিলার নামে ৪৪ বছরের অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর অপরাধ, বেআইনি ভাবে বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন তিনি। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে পুলিশের কাছে ডোয়েন ভিক্টর মিলার নিজেই আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছে, মেয়ের ঘরের দরজা বন্ধ ছিল। সেই সময় তিনি মেয়ের চিৎকার শুনতে পান।

advertisement

আরও পড়ুন: নিকি হত্যাকাণ্ডে নয়া মোড়, সাহিলের বাবা সামিল ষড়যন্ত্রে! এক পুলিশ দেহ ফ্রিজে রাখতে বলে

আরও পড়ুন: সাহিলের ইচ্ছে ছিল নিকিকে গাড়ি থেকে ধাক্কা দেওয়ার, না পেরেই শ্বাসরোধ করে খুনের পর ফ্রিজে দেহ রেখেছিল!

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

দরজা খোলামাত্রই মিলার দেখতে পান, তাঁরই বন্ধু মেয়ের বিছানায় নগ্ন অবস্থায় শুয়ে রয়েছে। সেদিন বাড়িতেই মদের আসর বসিয়েছিলেন মিলাররা। সেখানেই এসেছিলেন ওই বন্ধুটি। পরে পুলিশের কাছে তিনি জানান, অত্যধিক মদ্যপানের পর হুঁশ না থাকায় মিলারের মেয়ের ঘরে ঢুকে পড়েন তিনি। সেখানেই পোশাক খুলে শুয়ে পড়েন। মেয়ে ঘুম থেকে উঠে আচমকা এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Crime News: মেয়ের বিছানায় নগ্ন অবস্থায় বন্ধুকে দেখে এলোপাথাড়ি গুলি বাবার! মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল