আরও পড়ুন– সৌদি আরবে বাস দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ভারতীয় কে? তিনি কীভাবে জীবিত ফিরে এলেন জানুন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যাত্রীরা বিমানের ভাঙা অংশ থেকে দুর্ঘটনার পর বেরিয়ে আসতে সক্ষম হন ৷ এই ভয়ঙ্কর দুর্ঘটনায় বেঁচে ফেরার পর যাত্রীরা জানান, বিমানটি রানওয়েতে স্কিড করে যাওয়ার পর তাঁরা ধোঁয়ায় ভরা কেবিন থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। ভিডিওতে দেখা চিহ্নের উপর ভিত্তি করে বিমানটি অ্যাঙ্গোলান এয়ারজেটের (Angolan operator Airjet) বলে মনে করা হচ্ছে ৷ তবে সরকারি ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে ৷
advertisement
এদিকে, DRC-এর খনন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের প্রতিনিধিদলটি লুয়ালাবা প্রদেশে যাচ্ছিল কালন্ডোতে (Kalondo) একটি মারাত্মক খনি দুর্ঘটনার পরে সেখানে ৩২ জন নিহত হয়েছিলেন। সেই ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতেই ওই প্রতিনিধিদল সেখানে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷
