সপ্তাহব্যাপী এই পার্টি কংগ্রেসে দেশ-বিদেশ থেকে উপস্থিত হয়েছেন হাজার হাজার অতিথি। অনুষ্ঠানের প্রথম দিনেই মঞ্চে উঠে আলোড়ন ফেলে দিলেন চিনের প্রেসিডেন্ট। স্পষ্ট করে দিলেন, হংকংয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে সম্পূর্ণ সক্ষম হয়েছে চিন। বিশৃঙ্খলা রুখে প্রতিষ্ঠা করা হয়েছে সুশাসন। শুধু তাই নয়, নিজের বক্তৃতায় বুঝিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট পদ থেকে মোটেও সরছেন না তিনি। হংকংয়ের উপরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন বেজিংয়ের হাতে, সেই দাবিও করেছেন।
advertisement
আরও পড়ুন: বাংলায় ফের উদ্ধার কোটি-কোটি টাকা, সোনা-হীরে! হাওড়ার আবাসনে পুলিশের বিরাট অভিযান
পার্টি কংগ্রেসের উদ্বোধনী ভাষণে জিনপিং বলেন, "চিন হংকংয়ের পরিস্থিতি উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ কোনও মতেই মেনে নেওয়া হবে না। অন্য কোনও দেশ যদি এই আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, তাহলে উচিৎ জবাব দেওয়া হবে।" আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জিনপিংয়ের হংকং ও তাইওয়ান নিয়ে মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।
আরও পড়ুন: 'প্রায়শ্চিত্ত করছেন মমতা, এবার কাণ্ডের দিকে যাওয়া হবে', দিলীপ ঘোষের মন্তব্যে তুমুল আলোড়ন
চিনের করোনা নীতি নিয়ে গোটা বিশ্বেই প্রচুর সমালোচনা হয়েছে। এদিন সেই বিষয়েও মুখ খোলেন জিনপিং। বলেন, ''চিনের কঠোর কোভিড নীতি একদমই ঠিক ছিল। সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবেই এই নীতি তৈরি করা হয়েছিল। অতিমারী নিয়ন্ত্রণে এই নীতির ইতিবাচক ফলও মিলেছে।'' প্রসঙ্গত, চিনা পার্টির সমস্ত চোখই এখন জিনপিংয়ের দিকে। রীতি ভেঙে তিনি তৃতীয়বার পার্টির দেশের প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন, সেই জল্পনাই এখন চলছে গোটা চিন জুড়ে।