Howrah News: বাংলায় ফের উদ্ধার কোটি-কোটি টাকা, সোনা-হীরে! হাওড়ার আবাসনে পুলিশের বিরাট অভিযান
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Howrah News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন লোককে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা মামলা ছিল এই শৈলেশ পান্ডের নামে। আগেই ওই মামলায় গ্রেফতার হয়েছিল শৈলেশ পান্ডে।
#হাওড়া: ফের কোটি-কোটি টাকা উদ্ধার বাংলায়। এবার কলকাতা পুলিশের অভিযানে মিলল কোটি কোটি টাকা, সোনা, হীরে। জানা গিয়েছে, হাওড়ার শিবপুরের একটি আবাসন 'রিভার ডেল'-এর এক ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২কোটি টাকা, সোনা, ডায়মন্ড। কলকাতা হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী শৈলেশ পান্ডের গাড়ি থেকে এই অর্থ উদ্ধার করে। কানাড়া ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের সাইবার থানা ২ কোটি নগদ ও বেশ কিছু সোনা হীরে উদ্ধার করে।
যদিও এরপর থেকেই শৈলেশ পান্ডে বা তাঁর পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন লোককে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা মামলা ছিল এই শৈলেশ পান্ডের নামে। আগেই ওই মামলায় গ্রেফতার হয়েছিল শৈলেশ পান্ডে। সেই মামলার সূত্রে অভিযান চালিয়ে এই বিপুল টাকা ও সোনা হীরে উদ্ধার করেছে কলকাতা পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। এরপর গার্ডেনরিচের এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েও খাটের তলা থেকে কোটি কোটি উদ্ধার করেছিল সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটই।
advertisement
আরও পড়ুন: 'প্রায়শ্চিত্ত করছেন মমতা, এবার কাণ্ডের দিকে যাওয়া হবে', দিলীপ ঘোষের মন্তব্যে তুমুল আলোড়ন
তাছাড়াও কখনও মালদহ কিংবা কখনও নৈহাটি স্টেশনে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। এবার হাওড়ার আবাসনে ব্যবসায়ীর গাড়ির ভিতর থেকে মিলল কোটি-কোটি টাকা ও বহুমূল্য গয়না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 16, 2022 11:46 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাংলায় ফের উদ্ধার কোটি-কোটি টাকা, সোনা-হীরে! হাওড়ার আবাসনে পুলিশের বিরাট অভিযান