Howrah News: বাংলায় ফের উদ্ধার কোটি-কোটি টাকা, সোনা-হীরে! হাওড়ার আবাসনে পুলিশের বিরাট অভিযান

Last Updated:

Howrah News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন লোককে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা মামলা ছিল এই শৈলেশ পান্ডের নামে। আগেই ওই মামলায় গ্রেফতার হয়েছিল শৈলেশ পান্ডে।

বিপুল টাকা উদ্ধার
বিপুল টাকা উদ্ধার
#হাওড়া: ফের কোটি-কোটি টাকা উদ্ধার বাংলায়। এবার কলকাতা পুলিশের অভিযানে মিলল কোটি কোটি টাকা, সোনা, হীরে। জানা গিয়েছে, হাওড়ার শিবপুরের একটি আবাসন 'রিভার ডেল'-এর এক ব্যবসায়ীর গাড়ি থেকে উদ্ধার হয়েছে ২কোটি টাকা, সোনা, ডায়মন্ড। কলকাতা হেয়ার স্ট্রিট থানার পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে ব্যবসায়ী শৈলেশ পান্ডের গাড়ি থেকে এই অর্থ উদ্ধার করে। কানাড়া ব্যাঙ্কের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের সাইবার থানা ২ কোটি নগদ ও বেশ কিছু সোনা হীরে উদ্ধার করে।
যদিও এরপর থেকেই শৈলেশ পান্ডে বা তাঁর পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন লোককে লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা মামলা ছিল এই শৈলেশ পান্ডের নামে। আগেই ওই মামলায় গ্রেফতার হয়েছিল শৈলেশ পান্ডে। সেই মামলার সূত্রে অভিযান চালিয়ে এই বিপুল টাকা ও সোনা হীরে উদ্ধার করেছে কলকাতা পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, এর আগে এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। এরপর গার্ডেনরিচের এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েও খাটের তলা থেকে কোটি কোটি উদ্ধার করেছিল সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটই।
advertisement
তাছাড়াও কখনও মালদহ কিংবা কখনও নৈহাটি স্টেশনে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। এবার হাওড়ার আবাসনে ব্যবসায়ীর গাড়ির ভিতর থেকে মিলল কোটি-কোটি টাকা ও বহুমূল্য গয়না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: বাংলায় ফের উদ্ধার কোটি-কোটি টাকা, সোনা-হীরে! হাওড়ার আবাসনে পুলিশের বিরাট অভিযান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement