গত ১২ জানুয়ারি চিনা প্রশাসনের তরফে জানানো হয়েছিল, এই সংক্রমণ পর্বে চিনে কোভিড আক্রান্ত হয়ে ৬০ হাজার মানুষ মারা গিয়েছেন। তারপরে নতুন প্রকাশিত পরিসংখ্যানে ফের জানানো হয়েছে, গত ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারির মাঝে চিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ হাজার।
আরও পড়ুন: যা পছন্দ, তা-ই বিনামূল্যে পাবেন গরিব মানুষেরা, অবাক করবে লখনউ-এর এই 'মল'
advertisement
যদিও, যাঁরা করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসারত অবস্থায় মারা যাচ্ছেন, তাঁদের নাম এই তালিকায় যোগ করা হয়নি। অর্থাৎ, মৃতের সংখ্যা যে আরও বেশি তা বলা বাহুল্য।
এর মধ্যেই নতুন করে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে চিনের উপরে। আজই চিনা নববর্ষের শুরু। নতুন বছরের আগে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের বাড়ি ফিরেছেন চিনের বহু মানুষ। এর ফলে নতুন করে সংক্রমণ আরও ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: রাত ২টোর সময় অসমের মুখ্যমন্ত্রীর কাছে হঠাৎ ফোন! ওপার থেকে ভেসে এল 'শাহরুখ খান বলছি..'
তবে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই করোনা ঢেউয়ে চিনা নাগরিকদের ৮০ শতাংশই কোভিড আক্রান্ত হয়েছেন। তাই নতুন করে করোনার ঢেউ আসার সম্ভাবনা আপাতত নেই।