Anokha Mall: যা পছন্দ, তা-ই বিনামূল্যে পাবেন গরিব মানুষ, অবাক করবে লখনউ-এর এই 'মল'

Last Updated:

রিকশচালক থেকে দিনমজুর, কিংবা ফুটপাথবাসী, এই শীতের মরসুমে যাতে প্রত্যেকের গায়েই গরম জামাকাপড় থাকে, তা নিশ্চিত করতেই এহেন অভিনব উদ্যোগ নিয়েছেন মল কর্তৃপক্ষ

লখনউ: ঝাঁ চকচকে বিল্ডিং। চোখ ধাঁধানো আলো। সারি সারি কাচের দেওয়ালওয়ালা দোকান। তার ওপারে সাজানো শাড়ি, গয়না, খাবার থেকে শুরু করে কত না জিনিস। কিন্তু, সেই জিনিস যে কিনবে, এমন সামর্থ্য কই? গরিব মানুষের কাছে, এই আতিশায্যের সম্ভার যেন কখনও না কাছে যেতে পারার একটা জগ‍ৎ। যা কষ্ট ছাড়া আর কিছুই দেয় না।
কিন্তু, এই জগৎকে ধনী-গরিব সকলের জন্য এক করে দিল লখনউয়ের একটি মল। নাম 'আনোখা মল'। এই মল থেকে যা খুশি নিয়ে যেতে পারবেন গরিব, দুঃস্থ মানুষেরা। জীবন যাপনের জন্য যা তাঁদের প্রয়োজন, সবই তাঁদের বিনামূল্যে দেবেন মল কর্তৃপক্ষ। একটা পয়সাও লাগবে না।
আরও পড়ুন: রাত ২টোর সময় অসমের মুখ্যমন্ত্রীর কাছে হঠাৎ ফোন! ওপার থেকে ভেসে এল 'শাহরুখ খান বলছি..'
জানা গিয়েছে, রিকশচালক থেকে দিনমজুর, কিংবা ফুটপাথবাসী, এই শীতের মরসুমে যাতে প্রত্যেকের গায়েই গরম জামাকাপড় থাকে, তা নিশ্চিত করতেই এহেন অভিনব উদ্যোগ নিয়েছেন মল কর্তৃপক্ষ। গত পাঁচ বছর ধরেই ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ধরে তাঁদের এই বিশেষ কর্মসূচি চলে।
advertisement
advertisement
মলের এক ঊর্ধ্বতন কর্মচারী আহমেদ রজা খান বলেন, "অনেক সময় দেখা যায় পোশাক বিতরণী অনুষ্ঠানে শীতবস্ত্র নিতে আসতে দ্বিধাবোধ করেন লোকজন। এখানে তেমনটা হয় না। শীতের পোশাক এক জায়গায় সাজানো থাকে। যে যাঁর প্রয়োজন মতো তা নিয়ে নিতে পারেন।"
আরও পড়ুন: কোথায় তোলা হয়েছিল 'ভাইরাল' ছবি? কী বললেন কুণাল? ট্যুইটেই বা কোন বার্তা দিলেন বিজেপির হিরণ?
তবে কারা শীতবস্ত্র নিয়ে যাচ্ছেন, তার একটি রেকর্ডও রাখেন রজা খানেরা। কারণ অতীতে নাকি এমনও হয়েছে অনেকে, এখান থেকে শীতবস্ত্র নিয়ে বাইরে গিয়ে তা বিক্রি করেছেন। এমন ঘটনা যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই কারণ এই পোশাকপ্রাপকদের একটি রেকর্ড খাতা রাখেন তাঁরা।
advertisement
রজা জানান, গত বছর প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ। প্রসঙ্গত, মানুষ চাইলে এখানে নতুন শীতবস্ত্র দানও করতে পারেন। এই ভাবেই গোটা প্রক্রিয়া চলে এই 'আনোখা মল'-এ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anokha Mall: যা পছন্দ, তা-ই বিনামূল্যে পাবেন গরিব মানুষ, অবাক করবে লখনউ-এর এই 'মল'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement