Himanta Biswa Sarma Shah Rukh Khan: রাত ২টোর সময় অসমের মুখ্যমন্ত্রীর কাছে হঠাৎ ফোন! ওপার থেকে ভেসে এল 'শাহরুখ খান বলছি..'
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত শনিবার অসমে শাহরুখ খানের নতুন সিনেমা 'পাঠান'-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দলের সদস্যেরা। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "কে শাহরুখ খান? আমি ওঁর সম্পর্কে বা ওঁর সিনেমা 'পাঠান' সম্পর্কে কিছুই জানি না।"
অসম: ২৪ ঘণ্টা আগেই বলেছিলেন, "কে শাহরুখ খান?" আর এর মধ্যেই রাতবিরেতে তাঁর কাছে চলে এল ফোন। কার? না, স্বয়ং কিং খান-এর। নিজেই ট্যুইট করে সেই কথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। এই সব দেখে নেটিজেনরা আবার বলতে শুরু করেছেন, "কী, এবার বুঝতে পারলেন তো, হু ইস খান?"
রবিবার সকালে একটি ট্যুইট করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, 'বলিউড অভিনেতা শ্রী শাহরুখ খান রাত ২ টো নাগাদ আমায় ফোন করেছিলেন। আমরা দীর্ঘক্ষণ কথা বলি। গতকাল তাঁর একটি সিনেমা প্রদর্শনের সময় গুয়াহাটিতে একটি ঘটনা ঘটেছে। উনি বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করেন। আমি তাঁকে আশ্বাস দিয়েছি, জানিয়েছি যে এ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলানো সরকারের দায়িত্ব। আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেই বিষয়ে নজর রাখব।"
advertisement
Bollywood actor Shri @iamsrk called me and we talked today morning at 2 am. He expressed concern about an incident in Guwahati during screening of his film. I assured him that it’s duty of state govt to maintain law & order. We’ll enquire and ensure no such untoward incidents.
— Himanta Biswa Sarma (@himantabiswa) January 22, 2023
advertisement
advertisement
গত শনিবার অসমে শাহরুখ খানের নতুন সিনেমা 'পাঠান'-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দলের সদস্যেরা। পাশাপাশি, সিনেমার পোস্টার ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। সেই ঘটনা নিয়ে অসমের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে, সকলে চমকে দেওয়ার মতো জবাব দেন অসমের মুখ্যমন্ত্রী। বলে ওঠেন, "কে শাহরুখ খান?" অসমের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশে।
advertisement
যদিও এরপরই হিমন্ত বলেন, "শাহরুখ খান আমাকে কোনও ফোন করেননি। তবে তিনি ফোন করলে আমি বিষয়টি খতিয়ে দেখব। যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন হয়ে থাকে তাহলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এরপরই অসমবাসীর উদ্দেশ্যে অভিনব আহ্বান জানান তিনি। বলেন, "অসমের মানুষদের অহমিয়া সিনেমা নিয়ে মাতামাতি করা উচিত। শীঘ্রই মুক্তি পেতে চলেছে অহমিয়া সিনেমা 'ডঃ বেজবড়ুয়া পার্ট ২"। তিনি সকলকে এই সিনেমাটি দেখার অনুরোধ জানান।
advertisement
প্রসঙ্গত, মুক্তির আগেই 'গেরুয়া' বিতর্কে জড়িয়েছে শাহরুখের 'পাঠান'। সিনেমার একটি গান 'বেশরম রং'-এর দৃশ্যে অভিনেত্রী দীপিকা পাডুকোনের পোশাক নিয়ে আপত্তি তুলেছিলেন গেরুয়া শিবিরের অনেকেই। শনিবার এই প্রসঙ্গেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে প্রশ্ন করা হলে তিনি জানান, শাহরুখ খান কে, তা তিনি জানেনই না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, "কে শাহরুখ খান? আমি ওঁর সম্পর্কে বা ওঁর সিনেমা 'পাঠান' সম্পর্কে কিছুই জানি না।"
advertisement
উল্লেখ্য, দিন কয়েক আগেই বিজেপির কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন, দলীয় কর্মী-সমর্থকেরা যেন সিনেমার মতো 'অপ্রাসঙ্গিক' বিষয়ে মন্তব্য না করেন। তাতে বিজেপির উন্নয়নমূলক কর্মসূচির কথা পিছনের সারিতে চলে যাচ্ছে। মোদির সেই পরামর্শে যে বিশেষ লাভ হয়নি, সাম্প্রতিক ঘটনা বোধহয় সেটাই প্রমাণ করল আরেকবার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Assam
First Published :
January 22, 2023 12:50 PM IST

