TRENDING:

Kindergarten Principal Fired: ৬০টাকার চকোলেটের জন্য চাকরি গেল শিক্ষিকার! ছাত্রের 'ভালবাসা'র উপহার নিতেই বিপত্তি

Last Updated:

Kindergarten Principal Fired For Accepting Chocolate: সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে যে ছেলেটি একটি চকোলেটের বাক্স ওয়াংকে দিয়েছিল, তিনি সেটি নেওয়ার পর জড়িয়ে ধরেছিলেন ছাত্রকে। পরে তিনি কিন্ডারগার্টেনে অন্যান্য শিশুদের সঙ্গে সেই চকোলেট ভাগ করে নেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পরিবারের পরেই স্কুল, যেখানে শিশুরা সবচেয়ে বেশি সময় কাটায় সারাদিনে। বাবা-মা যখন সঙ্গে থাকেন না, শিক্ষক বা শিক্ষিকারা শিশুদের আগলে রাখে। শিক্ষক বা শিক্ষিকা শিশুদের মনে যে জায়গাটা নিয়ে থাকেন, অনেক সময় বাড়ির লোকও তা পারেন না। শিশুরাও সে দিক দিয়ে আপন করে নেয় শিক্ষক-শিক্ষিকাকে। কিন্তু ভালবাসার বন্ধন যদি প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘন করে, তখনই বিপত্তি! সম্প্রতি চিনে ঘটল এমন এক আশ্চর্য ঘটনা। চাকরি চলে গেল স্কুলের প্রিন্সিপালেরই!
৬০টাকার চকোলেটের জন্য চাকরি গেল শিক্ষিকার! ছাত্রের 'ভালবাসা'র উপহার নিতেই বিপত্তি
৬০টাকার চকোলেটের জন্য চাকরি গেল শিক্ষিকার! ছাত্রের 'ভালবাসা'র উপহার নিতেই বিপত্তি
advertisement

আরও পড়ুন- রাতে ঘুমনোর আগে নাভিতে ফেলুন ফোঁটা ফোঁটা তেল…কোন তেল আপনার জন্য? জেনে নিন!

শিক্ষক দিবসে এক শিশুর কাছ থেকে উপহার গ্রহণ করেছিলেন প্রধান শিক্ষিকা, এই তাঁর অপরাধ। ৬০টাকার একটি চকোলেট গ্রহণ করেছিলেন তিনি ছাত্রের থেকে। তার জন্য খোয়ালেন চাকরি। চংকিং-এর সানক্সিয়া কিন্ডারগার্টেনে ঘটে যাওয়া এই ঘটনাটির পর ওয়াং নামের সেই প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে যে ছেলেটি একটি চকোলেটের বাক্স ওয়াংকে দিয়েছিল, তিনি সেটি নেওয়ার পর জড়িয়ে ধরেছিলেন ছাত্রকে। পরে তিনি কিন্ডারগার্টেনে অন্যান্য শিশুদের সঙ্গে সেই চকোলেট ভাগ করে নেন।

advertisement

কিন্ডারগার্টেন ওয়াংকে জানিয়েছিল যে তাকে বরখাস্ত করা হয়েছে একজন ছাত্রের কাছ থেকে উপহার গ্রহণ করার কারণে। কর্তৃপক্ষের দাবি, ওয়াং শিক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়ম লঙ্ঘন করেছে। শিক্ষার্থী বা তাদের বাবা-মায়ের কাছ থেকে কোনও উপহার বা অর্থ গ্রহণ করতে পারে না শিক্ষক-শিক্ষিকারা।

ওয়াং পরবর্তীতে জিউলংপো জেলা গণ আদালতে একটি মামলা দায়ের করেন। প্রাথমিক শুনানির সময়, স্কুলের প্রতিরক্ষা যুক্তি দিয়েছিল যে, উপহারটি গ্রহণ করা, তার মূল্য নির্বিশেষে, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং কিন্ডারগার্টেনের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আদালত মার্চ মাসে রায় দেয় যে ওয়াংকে কিন্ডারগার্টেন থেকে বরখাস্ত করা অবৈধ ছিল। চকোলেটটি ভালবেসে দিয়েছিল সেই ছাত্র। ওয়াং কোনও নিয়ম ভাঙেননি। আদালত কিন্ডারগার্টেনকে ওয়াংকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

advertisement

আরও পড়ুন- আবর্জনা তোলার সময় বিকট শব্দে বিস্ফোরণ! রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২ সাফাইকর্মী…আতঙ্ক হাওড়ায়!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কিন্ডারগার্টেন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে; কিন্তু আগস্টে, চংকিং নং 5 ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট দ্বিতীয় শুনানির পর মূল রায় বহাল রাখে। ওয়াং-এর বরখাস্ত হওয়া সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে উঠেছে। সেই ভিডিও 7.2 মিলিয়ন ভিউ অর্জন করেছে, ব্যবহারকারীরা সর্বসম্মতভাবে শিক্ষিকাকে সমর্থন করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kindergarten Principal Fired: ৬০টাকার চকোলেটের জন্য চাকরি গেল শিক্ষিকার! ছাত্রের 'ভালবাসা'র উপহার নিতেই বিপত্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল