সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আরও কয়েকজন নৃত্যশিল্পীর সঙ্গে হাজির ছিল অনুষ্কা। তিনি আনন্দিত ছিলেন, নাচের এই ফর্মের প্রতি তাঁর ভালবাসার কথা বলেছিলেন। তিনি বলেন, "আমি কুচিপুডি এবং নাচ ভালবাসি, কারণ আপনি যখন নাচেন তখন আপনার সমস্ত উদ্বেগ এবং চাপ দূর হয়ে যায় এবং আমি এই মুহূর্তে আমার পাশে আমার সমস্ত বন্ধুদের সাথে নাচছি।আমি মঞ্চে থাকতে পছন্দ করি।"
advertisement
আরও পড়ুন - পঞ্চায়েত ভোটের আগে দলের ঘরোয়া কোন্দলই মাথাব্যথা বঙ্গ বিজেপির,কড়া বার্তা ও দাওয়াই সুকান্ত-মিঠুনের
দেখে নিন প্রধানমন্ত্রী কন্যার নাচের ভিডিও
তিনি আরও বলেন যে ভারত "এমন একটি জায়গা যেখানে পরিবার, বাড়ি এবং সংস্কৃতি একসঙ্গে মিলে মিশে এক হয়ে যায়। আমি প্রতি বছর সেখানে যেতে পছন্দ করি।"
আরও পড়ুন - Mamata and Suvendu: বিধানসভায় মমতার ঘরে শুভেন্দু, কী বলছে বঙ্গ পদ্ম শিবির
এদিনের অনুষ্ঠানে নানা বয়সের পারফরমাররা ১০০-রও বেশি শিল্পী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন বয়স্ক নৃত্য শিল্পীরাও৷ এমনকি ৬৫-র উর্ধ্বে বয়স্করাও নানা বিভাগে পারফর্ম করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী নৃত্যশিল্পীরাও উপস্থিত ছিলেন।
এরই মধ্যে অনুষ্কার নাচের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। ভারতীয় সংবাদমাধ্যমে এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। ব্রিটেনের ৫৭ তম প্রধানমন্ত্রী ঋষি সুনক ভারতীয় সমাজে বিশেষ সমাদৃত৷ তিনিই প্রথম ভারতীয় যিনি ব্রিটেনে এই পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তির জামাতা।