TRENDING:

Bondi beach terror attack: পাকিস্তানি বাবা ও ছেলে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল সিডনির সমুদ্রসৈকতে, ১০ মিনিটের 'সন্ত্রাসবাদী হামলা'য় মৃত বেড়ে ১৬, আর যা যা জানাল পুলিশ

Last Updated:

রক্তবন্যা বয়ে যায় গোটা সৈকতজুড়ে। দুই বন্দুকধারী আচমকা সৈকতে ইহুদিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। মৃত্যু হয় ১৫ জনের। এক বন্দুকবাজকে ধরলে মৃতের সংখ্যা ১৬

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিডনি, অস্ট্রেলিয়া:  সোমবার নৃশংস ঘটনার সাক্ষী হয় অস্ট্রেলিয়ার সিডনি শহরের বন্ডি সমুদ্রসৈকত! চলছিল ইহুদিদের হানুকা উৎসব, ভিড়ে ঠাঁসা ছিল সৈকত। কিন্তু আচমকাই ছন্দপতন, উৎসবের আমেজ পরিণত হয় আর্তনাদ-হাহাকারে। রক্তবন্যা বয়ে যায় গোটা সৈকতজুড়ে। দুই বন্দুকধারী আচমকা সৈকতে ইহুদিদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। মৃত্যু হয় ১৫ জনের। এক বন্দুকবাজকে ধরলে মৃতের সংখ্যা ১৬!
Pakistani Father-Son Identified As Suspects In Sydney’s Bondi Beach Attack, Toll Rises To 16
Pakistani Father-Son Identified As Suspects In Sydney’s Bondi Beach Attack, Toll Rises To 16
advertisement

অস্ট্রেলিয়ার পুলিশ সোমবার নিশ্চিত করেছে, সিডনির বন্ডি বিচে ১০ মিনিটের সেই সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬। তদন্তকারীরা জানিয়েছেন, বন্দুকবাজ দু’জন সম্পর্কে পিতা ও পুত্র। সিবিএস নিউজের একটি প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা আধিকারিকদের উদ্ধৃত করে জানানো হয়েছে, অভিযুক্ত হামলাকারীদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন জানান, রাতারাতি তদন্তে দ্রুত অগ্রগতি হয়েছে এবং কর্তৃপক্ষ নিশ্চিত যে এই হামলায় কেবল দু’জন হামলাকারীই জড়িত ছিল। তিনি বলেন, “ সোমবারের ঘটনায় দু’জন অপরাধীই জড়িত ছিল বলে আমরা নিশ্চিত।”

advertisement

পুলিশের মতে, অভিযুক্ত হামলাকারীদের একজনকে ঘটনাস্থলেই পুলিশ গুলি করে হত্যা করে, দ্বিতীয় অভিযুক্ত সন্দেহভাজন আপাতত হাসপাতালে চিকিৎসাধীন, তার শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল। নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন জানান, বন্দুকবাজ বাবা সাজিদ আক্রম (৫০)। তার নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। তার সঙ্গে ছিল ২৪ বছরের ছেলে নবিদ। সৈকতেই পুলিশের গুলিতে সাজিদের মৃত্যু হয়েছে। নবিদ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশি প্রহরায় রাখা হয়েছে।

advertisement

আরও পড়ুন:খালি হাতেই আততায়ীকে জাপ্টে ধরলেন, কেড়ে নিলেন বন্দুক! সিডনিতে মৃত্যু মিছিল থামালেন কে? দেখুন ভিডিও

আরও পড়ুন:ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা, মৃত্যু ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর! গভীর শোকপ্রকাশ মুহাম্মদ ইউনূসের

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় সিডনির বন্ডি বিচে অনুষ্ঠিত “চানুকাহ বাই দ্য সি” নামে ইহুদি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে এলোপাথারি গুলি চলে, ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। হনুক্কা উৎসবের সূচনা উপলক্ষে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।

advertisement

কর্মকর্তাদের মতে, এই হামলায় ৪০ জন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে দু’জন পুলিশ আধিকারিকও রয়েছেন। চোট গুরুতর হলেও তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। বন্ডি সৈকতের ঘটনাকে সন্ত্রাসবাদী হামলার তকমা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

পুলিশ জানিয়েছে, রবিবার বন্ডি সৈকতের উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। সৈকতের একটি অংশে উৎসব চলছিল। আচমকা সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে দু’জন আততায়ী। চলতে থাকে এলোপাথাড়ি গুলি। লুটিয়ে পড়েন মহিলা, শিশু থেকে বয়স্করা। নিহত ১৫ জনের মধ্যে ১০ থেকে ৮৭ বছর বয়সিরা রয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুদিন আসছে! ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী শিলাবতী নদী খননের কাজ শুরু
আরও দেখুন

কী কারণে হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা রাতারাতি সিডনির বনিরিগ ও ক্যাম্পসি উপশহরের দুটি ঠিকানায় তল্লাশি অভিযান চালায়। ল্যানিয়ন জানান, প্রৌঢ় সন্দেহভাজন সাজিদ আক্রমের বন্দুকের লাইসেন্স ছিল। আইনগতভাবেই তার কাছে একাধিক অস্ত্র ছিল। ল্যানিয়ন আরও বলেন, হামলার পর এবং পরবর্তী পুলিশ অভিযানে মোট ছ’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর ভাষায়, “গতকাল ঘটনাস্থল থেকে আমরা ছ’টি আগ্নেয়াস্ত্র পেয়েছি। উদ্ধার হওয়া অস্ত্রগুলির লাইসেন্স মৃত সন্দেহভাজনের নামে ছিল কি না, এবং সেগুলিই বন্ডি বিচের হামলায় ব্যবহার করা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে ফরেনসিক ও ব্যালিস্টিক পরীক্ষা চলছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bondi beach terror attack: পাকিস্তানি বাবা ও ছেলে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল সিডনির সমুদ্রসৈকতে, ১০ মিনিটের 'সন্ত্রাসবাদী হামলা'য় মৃত বেড়ে ১৬, আর যা যা জানাল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল