৬০ বছর বয়সি তারেক রহমান অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সংসদীয় নির্বাচনে বিএনপি বড়সড় সাফল্য পেতে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা।
advertisement
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বুধবার এক সাংবাদিক বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার পর প্রথম তিন দিনের কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে তিনি ৩০০ ফুট সড়ক ধরে নির্ধারিত অভ্যর্থনা মঞ্চে পৌঁছবেন। ওই অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন এবং পরে তিনি সেখানে ভাষণ দেবেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক ও কাকলি মোড় হয়ে তিনি গুলশান-২-এর বাসভবনে পৌঁছবেন। এই পর্যন্তই তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি চূড়ান্ত হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
২৭ ডিসেম্বর, শনিবার তারেক রহমান জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তিনি নিজে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন দফতরে যাবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ওই দিনই তাঁর ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
এরপর তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করতে তিনি শ্যামলীর জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট, অর্থাৎ পঙ্গু হাসপাতালে যাবেন।
