‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
- Published by:Tias Banerjee
Last Updated:
উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লি উত্তপ্ত। নির্যাতিতা ও তাঁর মা ইন্ডিয়া গেটে প্রতিবাদে শামিল। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতে ন্যায়বিচারের দাবি।
উন্নাও ধর্ষণকাণ্ডে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগরের জামিনে তাঁরা ভীত। দিল্লি হাই কোর্টের রায়ের পর দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে অবস্থানে বসেন নির্যাতিতা, তাঁর মা এবং সমাজকর্মী তথা আইনজীবী যোগিতা ভায়ানা। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিল্লিতে। অভিযোগ একপ্রকার জোর করে পুলিশ এবং সিআরপিএফ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। দিল্লি হাই কোর্টের রায়ের প্রতিবাদে বিক্ষোভ করতে গেলে বুধবার নিরাপত্তারক্ষীরা উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেন এবং বৃদ্ধাকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ ওঠে।
সাক্ষাতের আগে নির্যাতিতা জানান, ন্যায়বিচারের দাবিতে তিনি নরেন্দ্র মোদি, দ্রৌপদী মুর্মু এবং অমিত শাহ—সবার সঙ্গেই দেখা করতে চান। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “আমরা শুধু তাঁদের সঙ্গে দেখা করে আমাদের যন্ত্রণা জানাতে চাই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই। আমি ন্যায়বিচার চাই।”
#WATCH | Delhi: The victim of the 2017 Unnao rape case says, “Such an order is the first of its kind in the nation that in the rape case, the sentence was stayed, and bail was granted. All the daughters of the country are now afraid that they will be raped, and the criminals will… pic.twitter.com/smHdbH7sty
— ANI (@ANI) December 24, 2025
advertisement
advertisement
এর আগে বুধবার সকালে নয়াদিল্লিতে দিল্লি হাই কোর্টের রায়ের প্রতিবাদে বিক্ষোভ করতে গেলে নিরাপত্তারক্ষীরা নির্যাতিতা ও তাঁর মাকে আটকান এবং বৃদ্ধাকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা ও তাঁর মা ইন্ডিয়া গেটে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। মঙ্গলবার তাঁদের, সমাজকর্মী যোগিতা ভায়ানার সঙ্গে, আটকও করা হয়েছিল।
বুধবার তাঁরা মণ্ডি হাউসে সংবাদমাধ্যমের সামনে কথা বলার পরিকল্পনা করেছিলেন। অভিযোগ, সিআরপিএফ-এস্কর্ট করা বাসটি নির্ধারিত স্থানে থামেনি। নিরাপত্তারক্ষীরা নির্যাতিতা ও তাঁর মাকে সাংবাদিকদের সামনে কথা বলতে বাধা দেন এবং চলন্ত বাস থেকে বৃদ্ধা মাকে নামতে বাধ্য করা হয়। বাসে নির্যাতিতা ও তাঁর মাকে বহন করা হলেও সেখানে কোনও মহিলা সিআরপিএফ কর্মী উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ উঠেছে।
advertisement

এই ঘটনার নিন্দা করে রাহুল গান্ধী বলেন, “একজন গণধর্ষণের নির্যাতিতার সঙ্গে এমন আচরণ কি গ্রহণযোগ্য? ন্যায়বিচারের জন্য আওয়াজ তোলাই কি তাঁর ‘অপরাধ’?”
প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লি হাই কোর্ট কুলদীপ সিং সেনগরের কারাদণ্ড স্থগিত করে। আদালত জানায়, তিনি ইতিমধ্যেই সাত বছর পাঁচ মাস কারাবাস করেছেন। ২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় তিনি বর্তমানে যাবজ্জীবন সাজা ভোগ করছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Unnao,Unnao,Uttar Pradesh
First Published :
Dec 24, 2025 7:56 PM IST








