TRENDING:

ঘোর বিপদে সুন্দরবন !

Last Updated:

ম্যানগ্রোভ অরণ্য সুন্দবনের এখন ঘোর বিপদ ৷ বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লা নির্ভরশীল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনসহ ওই এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বিপদের মুখে পড়বে বলে জানিয়েছে একটি বেসরকারি সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: ম্যানগ্রোভ অরণ্য সুন্দবনের এখন ঘোর বিপদ ৷ বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লা নির্ভরশীল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনসহ ওই এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বিপদের মুখে পড়বে বলে জানিয়েছে একটি বেসরকারি সংস্থা। সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস নামের ওই সংস্থাটি জানিয়েছেন, এ ধরণের একটি প্রকল্প সুন্দরবনের পরিবেশের জন্য বিপদজনক। কয়লা নির্ভর কেন্দ্রটিতে কয়লা পরিবহন, আবর্জনা পরিষ্কারের মতো বিষয়গুলি এখনও স্পষ্ট নয়। তবে পরিবেশবাদীদের এ ধরণের অভিযোগ সরকারের তরফ থেকে বরাবরই নাকচ করা হয়েছে।
advertisement

বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিবেশগত প্রভাব নিয়ে তথ্যানুসন্ধানের পর আজ বৃহস্পতিবার সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস নামে একটি বেসরকারি সংগঠন যে প্রতিবেদন তৈরি করেছে সেখানেই এসব বিষয় উঠে এসেছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

বিবিসিকে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রামপালের ওই কয়লা নির্ভর বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবনের সীমানার ১৪ কিলোমিটারের ভেতরে নির্মাণের প্রক্রিয়া চলছে। বাংলাদেশে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটসের সদস্য সুলতানা কামাল বিবিসিকে জানিয়েছেন, যে দূরত্বের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হচ্ছে, সেটি আসলে নিষিদ্ধ দূরত্বের মধ্যেই। সুন্দরবনের কাছাকাছি এরকম একটি প্রকল্প বনটির জন্য বড় বিপদজনক। তিনি আরও জানিয়েছেন, কয়লা কোথা থেকে আসবে, কিভাবে পরিবহন করা হবে, কয়লার যেসব আবর্জনা নদিতে জমবে, সেগুলি কিভাবে পরিষ্কার হবে, এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। এসব কারণে সুন্দরবনের উপর খারাপ প্রভাব পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। সেখানকার মানুষের স্বাস্থ্যের বিষয়টি নিয়েও পরিবেশবিদদের মধ্যে প্রশ্ন রয়েছে। এর মধ্যেই সেখানকার জলজ প্রাণীর উপর এর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন সুলতানা কামাল জানান। কারণ সেখানের শুশুক বা ডলফিনগুলি এলাকা ছেড়ে চলে যাচ্ছে। বিভিন্ন মহলের এত আপত্তির পরও কেন সরকার বিষয়টি নিয়ে বিশেষ চিন্তাভাবনা করছে না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বরং পর্যালোচনা করে রামপালের পরিবর্তে অন্যত্র কেন্দ্রটি সরিয়ে নেওয়ারও পরামর্শ দিয়েছে এই সংস্থাটি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ঘোর বিপদে সুন্দরবন !