TRENDING:

সৌদি আরব ও যুক্তরাজ্য় সফরে শেখ হাসিনা

Last Updated:

রবিবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ দিনের সৌদি আরব ও আমেরিকা সফরে যাচ্ছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: রবিবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ দিনের সৌদি আরব ও আমেরিকা সফরে যাচ্ছেন ৷ বাংলাদেশের বিশেষ বিমানে প্রধানমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা শুরু করবেন ৷
advertisement

একই দিনে স্থানীয় সময় সন্ধে ৭.০৫ এ দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ৷ শেখ হাসিনা ১৬ এপ্রিল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় গালফ শিল্ড -১ নামের একটি যৌথ সামরিক কুচকাওয়াচ ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন ৷

আরও পড়ুন : মহিলার প্রতি অশালীন আচরণ করে গ্রেফতার অভিযুক্ত যুবক

advertisement

তিনি সৌদি আরবের বাদশাহ ও দুটি পবিত্র মসজিদের হেফাজতকারী সলমন বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন ৷

সৌদি আরবের উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার লক্ষে ২৩ টি বন্ধু দেশের অংশগ্রহণে মাস জুড়ে সামরিক মহড়ার আয়োজন করেছে ৷

আরও পড়ুন :  ফের গণধর্ষণে উত্তপ্ত উন্নাও, অভিযুক্ত কাউন্সিলর

advertisement

শেখ হাসিনা  ১৭ এপ্রিল সকালে ওয়েস্ট মিনিস্টারের রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী ফোরামের ‘এডুকেট টু এম্পাওয়ার : মেকিং ইকুইটেবল অ্যান্ড কোয়ালিটি প্রাইমারি এডুকেশন অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন এ রিয়েলিটি ফর গার্লস এক্রোস দ্য কমনওয়েলথ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন।

এরপর হাসিনা বিকেলে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক বৈদেশিক উন্নয়ন ইনস্টিটিউট (ওডিআই) আয়োজিত এক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশ দেবেন।

advertisement

তিনি ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি  নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

১৮ মার্চ শুরু হওয়া এই মহড়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে ৷

একই দিনে শেখ হাসিনা এশীয় নেতাদের ‘ক্যান এশিয়া কিপ গ্রোইং গোল টেবিলে অংশ নেবেন। বিকেলে তিনি বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান ও পরে নৈশভোজে যোগ দেবেন।

advertisement

১৯ এপ্রিল শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) আনুষ্ঠানিক উদ্বোধন ও অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করবেন।

শেখ হাসিনা কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি সরকার প্রধান ও তাদের স্বামী/স্ত্রীদের সম্মানে বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেওয়া সংবর্ধনা ও নৈশভোজে যোগদান করবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০ এপ্রিল প্রধানমন্ত্রী তিনটি ‘রিট্রিট সেশন’ ও শীর্ষ সম্মেলনের সমাপনী কার্যনির্বাহী অধিবেশনে অংশ নেবেন। ২১ এপ্রিল তিনি রয়েল কমনওয়েলথ সোসাইটি (আরসিএস) আয়োজিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকার প্রধানদের জন্য সংবর্ধনা এবং রাণীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেবেন। শেখ হাসিনা সফর সেরে দেশে ফিরবেন ২৩ এপ্রিল ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সৌদি আরব ও যুক্তরাজ্য় সফরে শেখ হাসিনা