TRENDING:

চেটিয়ার বদলে নূর হোসেনকে প্রত্যার্পণ

Last Updated:

সাত খুন মামলা’-য় অভিযুক্ত কুখ্যাত আসামি নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ বেনাপোল সীমান্ত দিয়ে নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তরিত করল ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: সাত খুন মামলা’-য় অভিযুক্ত কুখ্যাত আসামি নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ বেনাপোল সীমান্ত দিয়ে নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তরিত করল ভারত। বুধবার বাংলাদেশ সরকার আলফা জঙ্গি অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীকে ভারতের হাতে অর্পণ করার পর, বৃহস্পতিবার নূর হোসেনের হস্তান্তর, আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা আনবে।
advertisement

গত বছর এপ্রিলে সাতজনকে খুন করে ভারতে পালিয়ে আসেন নূর হোসেন। পরে জুনে কলকাতায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েন।বৃহস্পতিবার কলকাতায় দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেনকে বাংলাদেশের দূতাবাসের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশে নূর হোসেনের নামে ৭ জন ব্যক্তিকে খুনের অভিযোগ রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট আসে ভোট যায়, কিন্তু ভোগান্তি যায় না! লোহাদহ ঘাটে ঝুঁকির যাত্রা, সেতুর দাবি
আরও দেখুন

গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড হোসেন থেকে সাতজনকে অপহরণ করে বলে অভিযোগ। অপহৃতদের মধ্যে ছিলেন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার সহযোগীরা। এছাড়া ছিলেন আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক। তিনদিন পরে অপহৃতদের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, প্রত্যেককে পেট চিরে খুন করে লাশ জলে ফেলে দেওয়া হয়। খুনের অভিযোগ ওঠে নূরের দিকে। এরকম নৃশংস ঘটনা হইচই ফেলে দেয় বাংলাদেশে। নূর হোসেনকে নিজেদের হেফাজতে পেয়ে এবার ঘটনার বাকি তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
চেটিয়ার বদলে নূর হোসেনকে প্রত্যার্পণ