TRENDING:

Bangladesh News: উদ্বোধনের আগেই হতে পারে নাশকতা? পদ্মা সেতু নিয়ে হাসিনার আশঙ্কায় তুমুল শোরগোল

Last Updated:

Bangladesh News: পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে তিন বাহিনীর প্রধান সহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, আমাদের কাছে তথ্য আছে, এমন একটা ঘটনা ঘটাবে, যাতে আমরা উদ্বোধনটা করতেই না পারি।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: ২৫ জুন বাংলাদেশের পদ্মা সেতুর উদ্বোধন। আর সেই অনুষ্ঠানকে ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য সব বাহিনীকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা জানান।
পদ্মা সেতু নিয়ে আশঙ্কা
পদ্মা সেতু নিয়ে আশঙ্কা
advertisement

পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে তিন বাহিনীর প্রধান সহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল, আমাদের কাছে তথ্য আছে, এমন একটা ঘটনা ঘটাবে, যাতে আমরা উদ্বোধনটা করতেই না পারি।''

আরও পড়ুন: গভীর রাতে গাড়ি আটকে মারাত্মক কাণ্ড ধূপগুড়িতে! নৃশংস ঘটনার শিকার মহিলারাও

advertisement

হাসিনার কথায়, ''পদ্মা সেতুর নির্মাণ পরিকল্পনার প্রথম দিন থেকেই ষড়যন্ত্র চলছে। পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে বলে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে। দুর্ভাগ্য, আমাদের একজন স্বনামধন্য মানুষ, যাকে আমি সবচেয়ে বেশি সুযোগ -সুবিধা দিয়েছিলাম। সেই ড. ইউনুস বেইমানি করেছেন। তিনি ক্লিনটন ফাউন্ডেশনে তিন লাখ ডলার ডোনেশন দিয়েছিলেন, গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকতে হিলারিকে দিয়ে ফোন করিয়েছেন। হিলারি আমাকে ফোনও করেন। আমার কাছে ধর্ণা দেন, তাকে আমি আইনের কথা বলেছি। বিশ্ব ব্যাংকের কাছে বার বার মেইল পাঠান, দুর্নীতি হয়েছে বলা হয়। আমি বলেছিলাম- দুর্নীতির প্রমাণ দিতে হবে। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে, এটা প্রমাণ করতে হবে। পরে এটা ভুয়ো প্রমাণ হয়েছে।''

advertisement

আরও পড়ুন: লিখিতভাবে দুঃখপ্রকাশ, সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার!

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়, দামাল নদী, জঙ্গল আর...! ভুটান সীমান্তে অপরূপ পাহাড়ি গ্রাম গেরিগাঁও, ঘুরে আসুন
আরও দেখুন

যদিও পদ্মা সেতু নির্মাণে বিএনপি কখনই বিরোধিতা করেনি বলে মন্তব্য করে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ''পদ্মা সেতু নির্মাণে যে দুর্নীতি হয়েছে সেটির প্রতিবাদ করেছে বিএনপি। আমাদের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতু নির্মাণে যে অর্থ ব্যয় হয়েছে তা জনগণের টাকায়। শেখ হাসিনা নিজের আঁচল কিংবা সম্পত্তি বিক্রি করে টাকা দেননি।''

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: উদ্বোধনের আগেই হতে পারে নাশকতা? পদ্মা সেতু নিয়ে হাসিনার আশঙ্কায় তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল