শুধুমাত্র ৪টি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের এই ইন্টারনেট সংযোগ বিপর্যয়, কারিগরি ক্রটি বা ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে বলে, মত শাহাজাহান মাহমুদের। পরে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপসের ব্যবহার সীমিত করার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতমাসে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এর শুভ ফলও যেমন আছে, খারাপ ফলও আছে। আমরা থ্রি-জি ও ফোর-জিতে চলে গিয়েছি। এ কারণে জঙ্গিরা ইন্টারনেট, ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। সে জন্য আমাদের চিন্তাভাবনা আছে, যদি খুব বেশি ব্যবহার করে হয়তো একটা সময়ের জন্য বা কিছুদিনের জন্য বন্ধ করে দেব। যাতে এই লিঙ্কগুলি ধরা যায়।’ জঙ্গি কার্যকলাপ বন্ধের জন্য হলেও বাংলাদেশের সাধারণ মানুষ ইন্টারনেট সংযোগ বন্ধে স্বভাবতই ক্ষুদ্ধ।
advertisement