বাংলাদেশের নির্বাচন কমিশনার জানিয়েছে সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪২,০২৪টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৩ হাজারের বেশি। সেনার পাশাপাশি নৌ বাহিনীকেও নামানো হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩৮ হাজার সেনার পাশাপাশি ৩ হাজারের মোত নৌ বাহিনীও মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির ৪৪ হাজার জওয়ান, উপকূল রক্ষী বাহিনীর ২৩০০ জওয়ান, ব়্যাবের অন্তত ৫৫০-র বেশি টিম মোতায়েন থাকবে।
advertisement
আরও পড়ুন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশেই সন্দেশখালিতে ইডির উপর আক্রমণ’, বিস্ফোরক শুভেন্দু অধিকারী
আরও পড়ুন, সন্দেশখালির ঘটনায় চড়ছে রাজনীতির পারদ, আজই জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিবের
নির্বাচন ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে বাংলাদেশের জেলা থেকে শুরু করে উপজেলাগুলি। সেনা এবং আধা সেনার পাশাপাশি পুলিশ এবং আনসার বাহিনীও নামানো হয়েছে নিরাপত্তার কাজে। অন্তত দেড় লাখের বেশি পুলিশকর্মীকে ভোটে মোতায়েন করা হয়েছে। আনসার বাহিনীর থেকে অন্তত ৫ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
এর পাশাপাশি ভোট ঘিরে বাংলাদেশে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা রবিবার রাত পর্যন্ত থাকবে। অন্যদিকে লাগাতার হিংসায় বাংলাদেশে নির্বাচন বয়কটের আহবান জানিয়েছে বিএনপি-সর এর সমভাবনাময় দলগুলো