Sandeshkhali ED Attack: সন্দেশখালির ঘটনায় চড়ছে রাজনীতির পারদ, আজই জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিবের

Last Updated:

Sandeshkhali ED Attack: উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় ইডি আধিকারিকদের।

জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব
জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব
সব জেলাশাসকদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন রাজ্য়ের মুখ্যসচিব বিপি গোপালিকা। শনিবার দুপুর ৩টেয় জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি থাকতে পারেন কয়েকটি জেলার পুলিশ সুপারও। সন্দেশখালির ঘটনার পরিপ্রেক্ষিতে এই বৈঠক গুরত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় ইডি আধিকারিকদের। এদিন সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। জানা যায়, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভেতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
advertisement
advertisement
সন্দেশখালিতে আধা সামরিক বাহিনী মোতায়েন করার আবেদন জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালিতে আধা সামরিক বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়ে সুকান্ত অমিত শাহকে চিঠি লেখেন। তদন্তের দাবি জানিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম উল্লেখ করে তাঁর চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
advertisement
এলাকায় কেন্দ্রীয় সংস্থার অধিকারিকরা যাতে সুরক্ষিত থাকেন এবং তাঁরা যাতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারেন সেই কারণেই এলাকায় অবিলম্বে আধা সামরিক বাহিনী মোতায়েন করা প্রয়োজন বলেও অমিত শাহকে লেখা চিঠিতে আবেদন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরে শনিবারের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি শনিবারের বৈঠকে ভবিষ্যত ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনার কথাও বলা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandeshkhali ED Attack: সন্দেশখালির ঘটনায় চড়ছে রাজনীতির পারদ, আজই জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিবের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement