Vastu Tips: ভ্যানিশ হবে ধার-দেনা-অভাব-অনটন...! মাত্র ১ রাত বালিশের নীচে রাখুন 'এই' পাতা! পরদিন থেকেই পায়ে পায়ে সৌভাগ্য
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vastu Tips: কথিত আছে অশ্বত্থ পাতার কিছু প্রতিকার করলে জীবনের যাত্রাপথে আসা সমস্ত বাধা দূর হয়। জানুন কী বলছেন বাস্তু বিশেষজ্ঞ।
advertisement
advertisement
কথিত আছে অশ্বত্থ গাছের পূজা করলে সমস্ত দুঃখ-যন্ত্রনা দূর হয় এবং কাজের বাধাও দূর হয়। অশ্বত্থ গাছ ছাড়াও এর পাতাগুলিকেও খুব অলৌকিক বলে মনে করা হয়। কথিত আছে যে অশ্বত্থ পাতা বিশেষ ভাবে ব্যবহার করলে আর্থিক অবস্থার উন্নতি হয় এবং ব্যক্তির জীবনের উন্নতি হয়, তাহলে চলুন জেনে নেওয়া যাক অশ্বত্থ পাতার কী কী উপকারিতা রয়েছে। পাতার কিছু ঘরোয়া প্রতিকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বাস্তু গুরু খুশদীপ বনসাল উপরোক্ত উপকারিতার পাশাপাশি আরও বলেছেন এই গাছ নিয়ে। তাঁর কথায় একটি নতুন জমি বা বাড়ি কেনার সময়, পাহাড়, নদী, ইত্যাদির মতো প্রাকৃতিক পরিবেশ পারিপার্শ্বিক প্রভাব ফেলে। তিনি বলেন, "যদিও পৌরাণিক মতে বলা হয় একটি প্লটের ভিতরে অশ্বত্থ গাছ বা বটগাছ থাকা উচিত নয় এবং এর ছায়া জমিতে প্রতিফলিত হওয়া উচিত নয়। একথা মোটেই সত্যি নয়।"
advertisement