এদিন ম্যাচের ১৫ মিনিটেই এসিয়েন ওরোকের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল৷অবিনাশ রুইদাসের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন ওরোক৷ এই গোলের মিনিট দশের মধ্যেই ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন গত ম্যাচের গোলদাতা মহম্মদ রফিক৷ ওরোকের বাড়ানো পাসেই ম্যাচের দু’নম্বর গোলটি করেন তিনি৷ এদিন ইস্টবেঙ্গলের থেকে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যায়৷ প্রথমার্ধে ২-০ এগিয়ে যাওয়া লাল-হলুদকে দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেকের মধ্যে এগিয়ে দেন নাইজেরিয়ান গোলমেশিন র্যান্টি মার্টিন্স৷ এবারও গোলের পিছনে অবদান রইল নাইজেরিয়ান ওরোকেরও৷ তাঁর ক্রসেই স্কোরলাইন ৩-০ করেন র্যান্টি৷ এরপর ম্যাচের ৮৪ মিনিটে করাচির হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন রসুল৷
advertisement
ছবি সৌজন্যে- bdnews24.com
Location :
First Published :
October 22, 2015 7:17 PM IST