বাংলাদেশ যাওয়ার আগেই দুঃসংবাদ লাল হলুদে। আইএসএলে আটলেটিকো দে কলকাতার বিরুদ্ধে যুবভারতীতে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কেরল ব্লাস্টার্সের গুরবিন্দর সিংহ। সূত্রের খবর, পঞ্জাবি এই ডিফেন্ডারের চোটের যা পরিস্থিতি তাতে সম্ভবত তিন মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। সে ক্ষেত্রে আই লিগের শুরুতে নাও পাওয়া যেতে পারে গুরবিন্দরকে। তবে কোচ বিশ্বজিত্ দাবি করলেন, ‘‘আমার সঙ্গে গুরবিন্দরের কথা হয়েছে। ও বলল, ওকে ডাক্তার এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। তার পর কী হয় জানা যাবে।’’ বাংলাদেশে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২০ অক্টোবর। প্রতিপক্ষ চট্টগ্রামের আবাহনী।
advertisement
Location :
First Published :
October 18, 2015 2:19 PM IST