গত ৩ ডিসেম্বর আদালতে শুনানি থাকলেও জামাত-সহ কট্টরপন্থী সংগঠনগুলির হুমকির জেরে চিন্ময়কৃষ্ণের পক্ষে কোনও আইনজীবী এজলাসে হাজির থাকতে পারেননি বলে অভিযোগ। ১২ ডিসেম্বরও তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছিল। চিন্ময়কৃষ্ণের প্রথম আইনজীবী শুভাশিস শর্মা গ্রেফতারি এড়াতে আত্মগোপন করেছেন। তাঁর দ্বিতীয় আইনজীবী রবীন্দ্র দাস বুকে ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অপূর্বকুমার ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল চিন্ময়কৃষ্ণের পক্ষে জামিনের সওয়াল করতে গিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন : মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ, কব্জি চিরে…মা, ৪ বোনের নিথর দেহ দেখিয়ে খুনের বিবরণ দিলেন যুবক! ভাইরাল ভিডিও!
ইতিমধ্যে বাংলাদেশের সংবাদমাধ্যমে অপূর্বকুমার ভট্টাচার্য বলেছেন, ‘‘আইনজীবী ঐক্য পরিষদের তরফে আমরা চট্টগ্রামে এসেছি৷ আদালতেও যাব তাঁর জামিনের আবেদন করে৷ চিন্ময়কৃষ্ণের থেকে ওকালতনামা পেয়েছি আমি৷ সুপ্রিম কোর্ট এবং বার অ্যাসোসিয়েশন-দু’য়েরই সদস্য আমি৷ তাই আদালতে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্থানীয় কোনও আইনজীবীর থেকে স্বীকৃতি বা শিলমোহরে প্রয়োজন নেই আমার৷’’