#ঢাকা: পুজো কাটতে না কাটতেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল বাংলাদেশে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির ৷ আহতের সংখ্যা প্রায় ১০০ ৷ বিস্ফোরণের ঘটনাটি ঘটে শুক্রবার রাত দেড়টা নাগাদ এক ধর্মীয় স্থানের সামনে। সেই সময় সেখান থেকে এক সম্প্রদায়ের মানুষ একটি ধর্মীয় মিছিলে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে বিস্ফোরণে মূলত পুরুষরাই আহত হয়েছেন। বিভিন্ন ইসলামিক জঙ্গি গোষ্ঠীরা দেশে সন্ত্রাস চালাতে পারে, এমন খবর অনেকদিন আগে থেকেই ছিল ৷ শুক্রবার রাতের এই ঘটনায় তাই সাধারণ মানুষের মধ্যে এখন আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জিয়াউল এহসান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। মানুষকে আতঙ্কগ্রস্থ না হওয়ার জন্যে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।