TRENDING:

নারী সুরক্ষায় ফেসবুকের সাহায্য চাইছে বাংলাদেশ সরকার

Last Updated:

নারী হেনস্তা প্রতিরোধে নতুন উদ্যোগ নিল বাংলাদেশ সরকার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জনপ্রিয়তাকে হাতিয়ার করে বাংলাদেশ সরকার মেয়েদের সুরক্ষার জন্য কিছু অভিনব পদক্ষেপ নিতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাংলাদেশ: নারী হেনস্তা প্রতিরোধে নতুন উদ্যোগ নিল বাংলাদেশ সরকার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জনপ্রিয়তাকে হাতিয়ার করে বাংলাদেশ সরকার মেয়েদের সুরক্ষার জন্য কিছু অভিনব পদক্ষেপ নিতে চলেছে। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের সঙ্গে এই ব্যাপারে চুক্তি করতে চলেছে বাংলাদেশ সরকার। যত তাড়াতাড়ি সম্ভব এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে।
advertisement

প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার পরিদর্শনে গিয়ে সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেন তারানা হালিম। তিনি বলেন, ‘ফেসবুকের সাহায্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা বা নারীর প্রতি হিংসার মতো যে বিষয়গুলি উঠে আসছে, তাতে বিএনপি-জামায়াত জোট সরকারের চুক্তির একটা সুযোগ ছিল, কিন্তু তারা সেটা করতে পারেননি। আমরা অবশ্যই করব।’ নারী সুরক্ষার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়নের জন্য চিঠির মাধ্যমে বা ফেসবুক কর্তাদের ডেকে এনে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ফেসবুকের সঙ্গে বাংলাদেশ সরকারের এহেন অভিনব চুক্তির বাস্তবায়ন ঘটলে ডিজিটাল উন্নতির পথে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
নারী সুরক্ষায় ফেসবুকের সাহায্য চাইছে বাংলাদেশ সরকার