প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার পরিদর্শনে গিয়ে সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেন তারানা হালিম। তিনি বলেন, ‘ফেসবুকের সাহায্যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা বা নারীর প্রতি হিংসার মতো যে বিষয়গুলি উঠে আসছে, তাতে বিএনপি-জামায়াত জোট সরকারের চুক্তির একটা সুযোগ ছিল, কিন্তু তারা সেটা করতে পারেননি। আমরা অবশ্যই করব।’ নারী সুরক্ষার জন্য যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়নের জন্য চিঠির মাধ্যমে বা ফেসবুক কর্তাদের ডেকে এনে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। ফেসবুকের সঙ্গে বাংলাদেশ সরকারের এহেন অভিনব চুক্তির বাস্তবায়ন ঘটলে ডিজিটাল উন্নতির পথে বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র।
advertisement
Location :
First Published :
November 17, 2015 8:31 PM IST