TRENDING:

Australian PM: মোদির পছন্দের খিচুড়ি কেমন? রেঁধে দেখালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! তুমুল ভাইরাল পোস্ট...

Last Updated:

Australian PM: অভিনব উপায়ে ভারত ও অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সহযোগিতা তথা নতুন বাণিজ্য চুক্তি (ECTA) উদযাপন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#Viral: ডিনারে বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পছন্দের খিচুড়ি রান্না করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী (Australian PM) স্কট মরিসন (Scott Morrison)। আর এভাবেই অভিনব উপায়ে ভারত ও অস্ট্রেলিয়ার অর্থনৈতিক সহযোগিতা তথা নতুন বাণিজ্য চুক্তি (ECTA) উদযাপন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। শনিবার মোদির পছন্দের গুজরাতি (Gujrati) পদ রাঁধার ছবি নিজেই ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেন মরিসন। যা দ্রুত ভাইরালও (Viral) হয় সোশ্যাল মিডিয়ায়।
স্কট মরিসন রাঁধলেন মোদির প্রিয় খিচুড়ি!
স্কট মরিসন রাঁধলেন মোদির প্রিয় খিচুড়ি!
advertisement

আরও পড়ুন :  নীরবতা ভাঙলেন ইমরান খান! 'অন্তর্ধানের' জল্পনা উড়িয়ে ট্যুইট-বার্তায় দিলেন অন্য ইঙ্গিত

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা ছবির সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী লেখেন, “ভারতের সঙ্গে আমাদের (অস্ট্রেলিয়ার) নতুন বাণিজ্য চুক্তি উদযাপন করতে আজ রাতে আমি যে পদগুলি রান্না করলাম, তা বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাত প্রদেশের খাবার। যার মধ্যে ছিল ওঁর বিশেষ পছন্দের খিচুড়িও।”

advertisement

আরও পড়ুন :  দাম মাত্র ৩৯৯ টাকা! বিশ্বের সবচেয়ে ছোট 'সুপারহিট' AC-র কাছে বড় কুলারও ক্লিন বোল্ড!

অ্যাপ্রন পরা মরিসন তাঁর রান্নাঘরের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি নিজের পোস্টে এও জানিয়েছেন যে তাঁর রান্না করা ভারতীয় পদগুলি পছন্দ হয়েছে পরিবারের। মরিসন (Australian PM) লেখেন, “জেন, মেয়েরা এবং আমার মা… সকলেই খুশি হয়েছেন এই খাবার খেয়ে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, এর আগে মরিসন সিঙাড়ার মতো এক ধরনের খাবার ScoMosas তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Viral) করেছিলেন। জানিয়েছিলেন, এই খাবার তিনি মোদির সঙ্গে ভাগ করে খেতে চান। উল্লেখ্য, অস্ট্রেলিয়া হল ভারতের ১৭ তম বৃহত্তম ব্যবসায়িক অংশীদার এবং ভারত হল অস্ট্রেলিয়ার ৯ তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইসিটিএ পরবর্তী পাঁচ বছরে ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য ২৭ বিলিয়ন মার্কিন ডলার (২০২১) থেকে বেড়ে প্রায় দ্বিগুণ ৪৫ বিলিয়ান থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার হতে চলেছে বলে আশা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Australian PM: মোদির পছন্দের খিচুড়ি কেমন? রেঁধে দেখালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! তুমুল ভাইরাল পোস্ট...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল