TRENDING:

Two Asteroids Approaching Earth: বড় বিপদের সামনে কি পৃথিবী? তীব্র গতিতে ধেয়ে আসছে গ্রহাণু, নাসা যা বলল

Last Updated:

পৃথিবীর সবচেয়ে কাছ থেকে যেতে চলেছে গ্রহাণু ২০২৪ কেএইচথ্রি৷ নাসা থেকে বলা হয়েছে, সেকেন্ডে ১১.৪২ কিলোমিটার বেগে ছুটে আসছে এই বিশালাকার গ্রহাণুটি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: নাসার তরফ থেকে জানানো হয়েছে, পৃথিবীর দিকে ছুটে আসছে দু’টো গ্রহাণু৷ ১০ অগাস্ট, এই গ্রহাণু দুটোর পৃথিবীর দিকে আসার আশঙ্কা রয়েছে৷
 সেকেন্ডে ১১.৪২ কিলোমিটার বেগে ছুটে আসছে এই বিশালাকার গ্রহাণুটি. (Representative Image)
সেকেন্ডে ১১.৪২ কিলোমিটার বেগে ছুটে আসছে এই বিশালাকার গ্রহাণুটি. (Representative Image)
advertisement

পৃথিবীর সবচেয়ে কাছ থেকে যেতে চলেছে গ্রহাণু ২০২৪ কেএইচথ্রি৷ নাসা থেকে বলা হয়েছে, সেকেন্ডে ১১.৪২ কিলোমিটার বেগে ছুটে আসছে এই বিশালাকার গ্রহাণুটি৷

আরও পড়ুন: রাশিয়ার মাটিতে ইউক্রেনের সেনা! কোন দিকে মোড় নিচ্ছে রাশিয়া-ইউক্রেন সংঘাত

ওই একই দিনে আরও একটা তুলনামূলক ছোট এক গ্রহাণু পৃথিবীর দিকে আসার কথা৷

জানা যাচ্ছে, এই গ্রহাণুটির আকার প্রায় ১১০ ফুট৷ এটি পৃথিবীর ৪,০১০,০০০ মাইলের মধ্যে দিয়ে যাবে৷ এই গ্রহাণুর নামকরণ করা হয়েছে ‘২০২৪ পিকে১’ নামে৷

advertisement

আরও পড়ুন: মলদ্বীপ সফরে এস জয়শঙ্কর, দু’দেশের মধ্যে সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে?

যদিও নাসার তরফ থেকে জানানো হয়েছে, এই নিয়ে ভয়ের কোনও কারণ নেই৷ গ্রহাণু দু’টো যদি কক্ষপথ না বদলায়, তা হলে পৃথিবী থেকে নিরাপত্তা দূরত্বেই অতিক্রম করবে দুই গ্রহাণু৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Two Asteroids Approaching Earth: বড় বিপদের সামনে কি পৃথিবী? তীব্র গতিতে ধেয়ে আসছে গ্রহাণু, নাসা যা বলল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল