এর আগে নানা সময়ে শোনা গিয়েছিল, চিন নাকি আকাশে নকল চাঁদ স্থাপন করবে। সেই নকল চাঁদ নাকি চিরচেনা চাঁদের থেকেও বেশি উজ্জ্বল আলো দেবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে চিন একটি ‘নকল সূর্য’ও বানিয়ে ফেলেছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে আলোড়নও পড়ে গিয়েছে।
আরও পড়ুন: বিরাট খবর, দিঘাতেই আরও দুই নতুন বিচ! নাম দিলেন খোদ মমতা! কোথায়, কীভাবে যাবেন?
advertisement
ওই প্রতিবেদন অনুযায়ী, চিনের বিজ্ঞানীরা সূর্যটি তৈরি করেছে ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে। যেখানে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস, সেখানে এই বস্তুটির তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস। ‘ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স’-এ নির্মিত এই নকল সূর্যের মধ্যে অবিকল আসল সূর্যের মধ্যে যে ভাবে শক্তি উৎপন্ন হয়, সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
আরও পড়ুন: ৭৫-২৫ হিসেবেই সমস্ত টাকা তোলা, ইডি-কে 'সব' জানিয়ে দিলেন অয়ন শীল! তদন্তে বিরাট মোড়
স্বাভাবিকভাবেই বলা যায়, এই যন্ত্রটি তৈরি করতে ও প্রতিদিন তাকে চালাতে বিপুল খরচ হয়েছে। এই প্রোজেক্টে নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে এই তাপ নির্মিত হয়েছে। জানা যায়, যন্ত্রটি তৈরির পর এর পিছনে দৈনন্দিন খরচ ১৫ হাজার ডলার। তবে এতো খরচের পরও চিনের নতুন উদ্ভাবনকে ঘিরে উচ্ছ্বসিত গোটা বিজ্ঞানী মহল। তারা মনে করছেন, নতুন এই আবিষ্কার পৃথিবীর ভবিষ্যতে দারুণ প্রয়োজনীয় হয়ে উঠতে পারে।