Digha: বিরাট খবর, দিঘাতেই আরও দুই নতুন বিচ! নাম দিলেন খোদ মমতা! কোথায়, কীভাবে যাবেন?

Last Updated:

Digha: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরে দিঘার আনাচে-কানাচে ঘুরে বেড়ান। সেখানে পুরীর জগন্নাথ দেব মন্দিরের আদলে যে মন্দির তৈরি হচ্ছে তা ঘুরে দেখেন।

দিঘায় নতুন বিচের নামকরণ মমতা
দিঘায় নতুন বিচের নামকরণ মমতা
দিঘা: বাঙালির কাছে দিঘা হল প্রথম অবসর যাপনের ঠিকানা। শুধু বাঙালিরা নয়, দিঘা এখন দেশ-বিদেশের পর্যটকদের কাছেও আলাদা এক জায়গা হয়ে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে বছরের বিভিন্ন সময় দিঘা সমুদ্র তটে হাজার হাজার পর্যটকদের ভিড় জমাতে দেখা যায়। এবার সেই সকল পর্যটকদের জন্য দারুণ সুখবর। দিঘার দুটি বিচের নামকরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর সফরে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরে দিঘার আনাচে-কানাচে ঘুরে বেড়ান। সেখানে পুরীর জগন্নাথ দেব মন্দিরের আদলে যে মন্দির তৈরি হচ্ছে তা ঘুরে দেখেন। এর পাশাপাশি দীঘা সমুদ্র তট এলাকা ঘুরে দেখেন তিনি। তার এই সফরের মাঝেই নতুন দুটি বিচের নামকরণ হল।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রতি দিঘার যে দুটি বিচের নামকরণ করেছেন তা হল ঢেউ সাগর এবং সূর্য সাগর। মূলত দিঘায় দীর্ঘ ৭ কিলোমিটার বরাবর বিচকে আরও মনোরমভাবে সাজিয়ে তোলা হচ্ছে। যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। সম্প্রতি দিঘা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেরিন ড্রাইভ রোড ধরে মর্নিং ওয়াক করেন।
advertisement
এর আগে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাঘের ছানাদের নামকরণ করেছিলেন। বাংলার একাধিক কল্যাণমূলক প্রকল্পের নামও মুখ্যমন্ত্রী নিজের দেওয়া। এমনকী রাজ্যের বিভিন্ন সভাতে বাচ্চার অভিভাবকের অনুরোধে মুখ্যমন্ত্রী বাচ্চাদের নামকরণও করেছিলেন। এবার মমতা দিঘার ওই দুই বিচের নাম রাখলেন। দিঘা ঘুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসন থেকে ব্যবসায়ী, পর্যটক সকলকেই উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন। এছাড়াও দিঘা যে একেবারেই বদলে গিয়েছে তাও দাবি করেন তিনি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: বিরাট খবর, দিঘাতেই আরও দুই নতুন বিচ! নাম দিলেন খোদ মমতা! কোথায়, কীভাবে যাবেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement