হোম /খবর /দক্ষিণবঙ্গ /
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার বাংলার BJP নেতা! প্রতারণার উপায়ে চোখ কপালে উঠবে

Bengal Bjp: লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, গ্রেফতার বাংলার বিজেপি নেতা! প্রতারণার উপায় জানলে চোখ কপালে উঠবে

বিজেপি নেতা গ্রেফতার

বিজেপি নেতা গ্রেফতার

Bengal Bjp: রাজু বিভিন্ন কোম্পানির বাইক বিক্রির নাম করে ক্রেতাদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

  • Local18
  • Last Updated :
  • Share this:

সাগর: আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন দক্ষিণ ২৪ পরগনার সাগরের বিজেপি নেতা রাজু মণ্ডল। রাজু সাগর ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি। গত এক সপ্তাহের মধ্যে সাগর ব্লকের দুই বিজেপি নেতা আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হল। ৩ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন অলোক পাত্র। গতকাল গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ রাজুকে গ্রেফতার করে।

রাজু বিভিন্ন কোম্পানির বাইক বিক্রির নাম করে ক্রেতাদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। পরে রাজু রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি দিতেন প্রতারিতদের। বেশ কয়েকজন প্রতারিত থানায় অভিযোগ দায়ের করেন। বেশ কয়েক মাস এলাকাছাড়া ছিলেন রাজু৷

আরও পড়ুন: ৭৫-২৫ হিসেবেই সমস্ত টাকা তোলা, ইডি-কে 'সব' জানিয়ে দিলেন অয়ন শীল! তদন্তে বিরাট মোড়

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে বৈঠকে তৃণমূল, পরিচালনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ধৃত নেতা স্থানীয় নারায়ণী আবাদের বাসিন্দা। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের মুখে দুই নেতার গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব।

Published by:Suman Biswas
First published:

Tags: Bangla News, Bengal BJP