TRENDING:

2022 Nobel Prize For Literature : সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের অশীতিপর সাহিত্যিক অ্যানি এরনো

Last Updated:

2022 Nobel Prize For Literature: ২০ টিরও বেশি বই লিখেছেন তিনি৷ সেগুলির মধ্যে অনেকগুলিই কয়েক দশক ধরে ফ্রান্সের বিভিন্ন স্কুলে পাঠ্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্টকহোম : এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হচ্ছেন ফরাসি লেখিকা অ্যানি এরনো৷ স্টকহোমে বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি৷ নোবেলজয়ী সাহিত্যিকের নাম প্রকাশ করে নোবেল পুরস্কার কমিটি জানিয়েছে ‘‘যে সাহস এবং বিশ্লেষণধর্মী তীক্ষ্ণ চিন্তাধারা দিয়ে তিনি শিকড়ের উৎস, অতীতের তিক্ততা, নিয়ন্ত্রিত ব্যক্তিগত আবেগকে প্রকাশ করেছেন, তারই স্বীকৃতি এই পুরস্কার৷’’
অ্যানি এরনো
অ্যানি এরনো
advertisement

প্রসঙ্গত ফ্রান্সের দৈনন্দিন জীবনধারার সঙ্গে এরনোর একাত্মতা সব সময়েই প্রশংসিত হয়েছে সমালোচক মহলে৷ তাঁর লেখায় বার বার উঠে এসেছে লিঙ্গ, ভাষা ও শ্রেণীগত বৈষম্য৷ তবে সেই প্রকাশের ধরনের মধ্যে ছিল কুর্নিশযোগ্য ভারসাম্য৷ গোলাপ আঁকা কাচ বা হাস্যকর ভঙ্গি-কোনও মাধ্যমেই তিনি এই বৈষম্যকে তুলে ধরেননি৷ বরং তাঁর প্রকাশমাত্রা ছিল সম্ভ্রমপূর্ণ এবং অন্তরঙ্গ৷

advertisement

সুইডিশ টিভিতে এক সাক্ষাৎকারে অশীতিপর সাহিত্যিক এরনো জানিয়েছেন এই পুরস্কার তাঁর কাছে বড় সম্মান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ ২০ টিরও বেশি বই লিখেছেন তিনি৷ সেগুলির মধ্যে অনেকগুলিই কয়েক দশক ধরে ফ্রান্সের বিভিন্ন স্কুলে পাঠ্য৷ আধুনিক ফ্রান্সের সামাজিক জীবন সূক্ষ্ম ও নিখুঁত আয়নায় তুলে ধরে তাঁর এই সাহিত্যসৃষ্টি৷

আরও পড়ুন : ৮ মাসের শিশু-সহ ৪ জনের অপহরণ-হত্যা, আমেরিকায় পঞ্জাবি পরিবারের পরিণতি নিয়ে শোরগোল

advertisement

advertisement

আরও পড়ুন : রসায়নের নোবেলে এ বার তিন বিজ্ঞানী, একজনের প্রাপ্তি এই নিয়ে দ্বিতীয়বার

প্রসঙ্গত বর্তমানে নোবেল পুরস্কারের অঙ্গ পদক এবং ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার৷ মার্কিন ডলারের হিসেবে এই অঙ্ক ৯ লক্ষেরও বেশি৷ রীতি মেনে আগামী ১০ ডিসেম্বর রাজা কার্ল ষোড়শ গুস্তাফের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন এরনো৷ ১৮৯৬ সালের এই দিনেই প্রয়াত হয়েছিলেন বিজ্ঞানী আলফ্রেড নোবেল৷ তাঁর নামেই নামাঙ্কিত এই পুরস্কার৷ ১৯০১ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত মোট ১১৯ জন সাহিত্যিক এই সম্মানে ভূষিত হয়েছেন৷ তাঁদের মধ্যে অ্যানি এরনো ১৭ তম মহিলা সাহিত্যিক হিসেবে এই সম্মান পেতে চলেছেন৷ গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন তাঞ্জানিয়ান বংশোদ্ভূত আব্দুলরাজাক গুরনাহ৷

advertisement

শুক্রবার অসলোতে ঘোষণা করা হবে এ বছরের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম৷ সোমবার জানা যাবে অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
2022 Nobel Prize For Literature : সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের অশীতিপর সাহিত্যিক অ্যানি এরনো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল