আটলান্টার কাছে লরেন্সভিলি সিটিতে একটি বাড়িতে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে৷ ভারতীয় কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক৷ আর ঘাতক শ্যুটারকে গ্রেফতার করা হয়েছে৷ পরিবারের অন্য সদস্যদের প্রতি ঘটনায় শোকপ্রকাশ করেছেন কনস্যুলেট জেনারেল৷
advertisement
হাই কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, ‘‘গার্হস্থ্য হিংসার ঘটনার জেরে একটি গুলি চালনার ঘটনা ঘটেছে৷ নিহতদের মধ্যে একজন ভারতীয়৷ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ পরিবারকে যথেপযুক্ত সাহায্য করা হচ্ছে৷’’
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, বছর ৫১-র বিজয় কুমারই গুলি চালিয়েছে৷ গুইনেট কাউন্টি পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন বিজয়ের স্ত্রী মিমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চান্দের (৩৭) এবং হরিশ চান্দের (৩৮)৷
আরও পড়ুন :যথা সময়েই দৌড়ল বন্দে ভারত স্লিপার, কেউ নিলেন সেলফি…কেউ স্মরণীয় করে রাখলেন ভিডিও বানিয়ে
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ ব্রুক আইভি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে ৯১১ এ একটি ফোন পায় তারা৷ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে দেখেন ৪ জন পূর্ণবয়স্ক ব্যক্তি বাড়ির ভিতরে মরে পড়ে রয়েছেন৷
তদন্তকারীরা দেখেন, যখন শ্যুটিং শুরু হয়, তখন সেখানে তিনটি বাচ্চা উপস্থিত ছিল৷ ওরা একটা ক্লোসেট বা আলমারির মধ্যে ঢুকে পড়ে নিজেদের প্রাণ বাঁচায়৷ ওদের মধ্যেই একজন এমারজেন্সি সার্ভিসে ফোন করে লুকিয়ে৷ ওর ফোন পেয়েই দ্রুত পুলিশ চলে আসে৷
বাচ্চাগুলোর কোনও আঘাত লাগেনি, তাদের পরে তাঁদের পরিবারের অন্য সদস্যদের কাছে পাঠানো হয়৷
