Vande Bharat Sleeper Train: যথা সময়েই দৌড়ল বন্দে ভারত স্লিপার, কেউ নিলেন সেলফি...কেউ স্মরণীয় করে রাখলেন ভিডিও বানিয়ে
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বহু প্রতীক্ষিত সেমি হাই স্পিড বন্দে ভারত স্লিপার (ট্রেন নং ২৭৫৭৫)-এর বাণিজ্যিক পরিষেবা ২৩ জানুয়ারি, ২০২৬ হাওড়া থেকে তার প্রথম যাত্রা শুরু করায়, যে যাত্রীরা হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত প্রথম যাত্রার টিকিট পেয়েছেন, তারা এই প্রিমিয়াম ট্রেনে ভ্রমণ করতে পেরে খুশি।
আবীর ঘোষাল, কলকাতা: ২৭৫৭৫ হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন (বৃহস্পতিবার ছাড়া) ১৮:২০-এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন ০৮:২০ মিনিটে কামাখ্যা স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি পূর্ব রেলওয়ের আওতাধীন ব্যান্ডেল (আগমন/প্রস্থান- ১৮:৫৬/১৮:৫৮), নবদ্বীপ ধাম (আগমন/প্রস্থান- ১৯:৩৬ /১৯:৩৮), কাটোয়া (আগমন/প্রস্থান- ২০:০৩/২০:০৫), আজিমগঞ্জ (আগমন/প্রস্থান- ২০:৫০/২০:৫৫), নিউ ফারাক্কা জংশন (আগমন/প্রস্থান- ২১:৪৮/২১:৫০), মালদা টাউন (আগমন/প্রস্থান- ২২:৫০/২৩:০০) স্টেশনগুলিতে থামবে। কামাখ্যার পথে এই ট্রেনটি (২৭৫৭৫ আপ) নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, আলুয়াবাড়ি রোড, রাঙ্গিয়া এবং নিউ বোঙ্গাইগাঁও স্টেশনেও থামবে। ট্রেনটিতে এসি ফার্স্ট ক্লাস, এসি ২-টিয়ার এবং এসি ৩-টিয়ার থাকার ব্যবস্থা রয়েছে, যা বিভিন্ন ধরণের যাত্রীদের চাহিদা পূরণ করে। ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে (হাওড়া থেকে বৃহস্পতিবার এবং কামাখ্যা থেকে বুধবার ছাড়া)।
বহু প্রতীক্ষিত সেমি হাই স্পিড বন্দে ভারত স্লিপার (ট্রেন নং ২৭৫৭৫)-এর বাণিজ্যিক পরিষেবা ২৩ জানুয়ারি, ২০২৬ হাওড়া থেকে তার প্রথম যাত্রা শুরু করায়, যে যাত্রীরা হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত প্রথম যাত্রার টিকিট পেয়েছেন, তারা এই প্রিমিয়াম ট্রেনে ভ্রমণ করতে পেরে খুশি।
advertisement
advertisement
উল্লেখ্য যে, পিআরএস এবং অন্যান্য সাইটের মাধ্যমে টিকিট সংরক্ষণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম পরিষেবার সমস্ত আসন বুক হয়ে যায়। বুকিং খোলার প্রথম দিনেই প্রথম কয়েক দিনের জন্য আসন পূর্ণতার হার ১০০%-এর বেশি ছিল। দ্রুত টিকিট বিক্রি হয়ে যাওয়াটা যাত্রীদের মধ্যে বন্দে ভারত স্লিপারের গতি, আরাম এবং আধুনিক সুযোগ-সুবিধা উপভোগ করার প্রবল আগ্রহকে স্পষ্টভাবে প্রতিফলিত করে, যা প্রধানমন্ত্রী ১৭ জানুয়ারি, ২০২৬ তারিখে উদ্বোধন করেছিলেন।
advertisement
যাত্রীরা এই ট্রেনে সরবরাহ করা বিছানার চাদর ও বালিশের গুণমান এবং বিভিন্ন ধরনের উন্নত মানের খাবারের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছেন। ভারত সরকারের এই ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে যাত্রীরা তাঁদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেশ কয়েকজন যাত্রী ট্রেনের পরিচ্ছন্নতা এবং কর্মীদের দ্রুত সাড়া দেওয়ার বিষয়েও তাঁদের মতামত জানিয়েছেন। কিছু যাত্রী এও উল্লেখ করেছেন যে যাত্রার সময় ট্রেনের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখা সকলের দায়িত্ব।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 24, 2026 10:11 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Vande Bharat Sleeper Train: যথা সময়েই দৌড়ল বন্দে ভারত স্লিপার, কেউ নিলেন সেলফি...কেউ স্মরণীয় করে রাখলেন ভিডিও বানিয়ে








