Donald Trump: ‘চিন ওদের গিলে খাবে,’ এবার কানাডাকে শাসানি ট্রাম্পের! গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোমে...চরম টানাপড়েন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই সফরে কানাডার কিছু কৃষি রফতানির উপর শুল্ক কমানো এবং কানাডায় প্রবেশকারী চিনা বৈদ্যুতিক যানবাহনের জন্য কোটা নির্ধারণের বিষয়ে চুক্তি হয়। এই প্রচার সম্পর্কে জানতে চাইলে, ট্রাম্প অনুমোদনের ইঙ্গিত দিয়ে বলেন: "এটা ঠিক আছে। এখন এটাই ওর করা উচিত।"
গ্রিনল্যান্ডে তাদের নিজস্ব ‘গোল্ডেন ডোম’ মিসাইল সুরক্ষাব্যবস্থা তৈরি করতে চাইছে আমেরিকা৷ ভিনদেশের মাটিতে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম ইনস্টলেশনের পিছনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অজুহাত দেশের সুরক্ষা৷ বকলমে অবশ্য গ্রিনল্যান্ড আমেরিকার অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা তাঁর৷ ট্রাম্পের যে ‘ইচ্ছা’ ঘিরে তাঁর সঙ্গে একদা ইউরোপীয় ‘বন্ধু’ রাষ্ট্রগুলির কাছ থেকেও বিরোধিতা আসছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







