এই মালিক আর কেউ নন, বিশ্বে অন্যতম বড় ব্র্যান্ড আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা৷ চিনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক৷ চিনেই শুধু নয়, বিশ্ব বাজারে প্রভাব রয়েছে আলিবাবা সংস্থার৷ প্রতিবছর ১০ই আলি ডে নামে চলে তাদের বিশেষ উদযাপন৷ সেখানে স্টাফ মিটিং বা কর্মীদের বৈঠকে এই কথা সকলকে বলেন জ্যাক৷ ৫৪ বছরের জ্যাকে মতে এভাবে জীবন কাটালে সুস্থতা বজায় থাকবে৷
advertisement
আরও পড়ুনবাবা বিক্রি করেছে, শরীর নিয়ে খেলেছে সমাজ, পুলিশও কান দিল না অভিযোগে, যা করলেন মহিলা...
কিন্তু জ্যাক মায়ের এই বক্তব্যের বেশ শোরগোল পড়েছে৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চাও৷ বিশেষ করে প্রতিদিন ৯থেকে ৯টা অর্থাৎ বারো ঘণ্টা কাজের পর কোন উদ্দীপনা কী থাকবে শারীরিক মিলনে লিপ্ত হওয়ার? এই প্রশ্নও করছেন অনেকে! তবে আপাতত এই নিয়ে কিছুই উত্তর দেননি জ্যাক৷ কোন মত থেকে তিনি এমন বক্তব্য রেখেছেন সেটাও স্পষ্ট করেননি৷
আরও দেখুন