বাবা বিক্রি করেছে, শরীর নিয়ে খেলেছে সমাজ, পুলিশও কান দিল না অভিযোগে, যা করলেন মহিলা...

Last Updated:
1/5
২০ পেরোতে না পেরোতেই বিধাবা হয়েছিলেন মহিলা৷ এই সুযোগে বাবা মাত্র দশ হাজার টাকায় বিক্রি করে দিল তাকে! যার কাছে মহিলাকে বিক্রি করলেন বাবা, তিনি ও তার বন্ধুরা ছিঁড়ে খেল মহিলার শরীর৷ একবার নয়, বারবার৷ বহুবার ধর্ষিত হল মহিলা৷
২০ পেরোতে না পেরোতেই বিধাবা হয়েছিলেন মহিলা৷ এই সুযোগে বাবা মাত্র দশ হাজার টাকায় বিক্রি করে দিল তাকে! যার কাছে মহিলাকে বিক্রি করলেন বাবা, তিনি ও তার বন্ধুরা ছিঁড়ে খেল মহিলার শরীর৷ একবার নয়, বারবার৷ বহুবার ধর্ষিত হল মহিলা৷
advertisement
2/5
এতেই থামলো না অত্যাচার৷ এক হাত থেকে আর এক হাতে পাচার হলেন মহিলা৷ নিজের ধার মেটাতে মহিলাকেই অন্যর হাতে তুলে দিল ধর্ষক৷ এবার শুরু হল গণধর্ষণ৷
এতেই থামলো না অত্যাচার৷ এক হাত থেকে আর এক হাতে পাচার হলেন মহিলা৷ নিজের ধার মেটাতে মহিলাকেই অন্যর হাতে তুলে দিল ধর্ষক৷ এবার শুরু হল গণধর্ষণ৷
advertisement
3/5
অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন মহিলা৷ কিন্তু সেখানে জুটল শুধুই অপমান৷ মহিলার কোনরকম অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করল পুলিশ৷
অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন মহিলা৷ কিন্তু সেখানে জুটল শুধুই অপমান৷ মহিলার কোনরকম অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করল পুলিশ৷
advertisement
4/5
অবশেষে নিজেকে মুক্তি দেবার পথ বেছে নিলেন মহিলা৷ গায়ে দিলেন আগুন৷ ২৮শে এপ্রিল এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে৷
অবশেষে নিজেকে মুক্তি দেবার পথ বেছে নিলেন মহিলা৷ গায়ে দিলেন আগুন৷ ২৮শে এপ্রিল এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে৷
advertisement
5/5
তবে কেন নির্যাতিতার অভিযোগ নেয়নি পুলিশ, বা তাকে অবহেলা করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন৷ মহিলা কমিশনের উদ্যোগে সজাগ হয় পুলিশ৷ এই ঘটনায় ১৪জনকে গ্রেফতার করা হয়েছে৷ মহিলার জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মহিলা কমিশন৷
তবে কেন নির্যাতিতার অভিযোগ নেয়নি পুলিশ, বা তাকে অবহেলা করেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় মহিলা কমিশন৷ মহিলা কমিশনের উদ্যোগে সজাগ হয় পুলিশ৷ এই ঘটনায় ১৪জনকে গ্রেফতার করা হয়েছে৷ মহিলার জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মহিলা কমিশন৷
advertisement
advertisement
advertisement