TRENDING:

Air India Ukraine Flight: ইউক্রেন থেকে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান, যাত্রীদের উল্লাসের ভিডিও ভাইরাল!

Last Updated:

Air India Ukraine Flight: সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার আনন্দে বিমানের যাত্রীরা প্রত্যেকেই আনন্দ প্রকাশ করেন ৷ তাঁদের উল্লাসের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ইউক্রেন থেকে ২৪০ জন যাত্রী নিয়ে দিল্লি ফিরে এল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, বোয়িং-৭৮৭ বিমানটি ইউক্রেনের রাজধানী কিভ থেকে সেখানকার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ রওনা হয়ে মধ্যরাতে দিল্লি এসে পৌঁছয় ৷ সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার আনন্দে বিমানের যাত্রীরা প্রত্যেকেই আনন্দ প্রকাশ করেন ৷ তাঁদের উল্লাসের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Air India Ukraine Flight) ৷
Photo Courtesy: Twitter
Photo Courtesy: Twitter
advertisement

ইউক্রেনের উপর রাশিয়ার হামলা এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল ৷ ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অধিকৃত এলাকা দনেৎস্ক এবং লুহানস্ককে স্বীকৃতি দিতে চলেছে রাশিয়া ৷ যেখানে এখনও ইউক্রেনের সেনাদেরই নিয়ন্ত্রণ রয়েছে ৷ কিন্তু আগ বাড়িয়ে পুতিনের এই ঘোষণা এক কথায় যুদ্ধেরই উসকানি দেওয়া ৷ সেনা নিয়ে ইউক্রেনে ঢোকার পথ ক্রমেই আরও প্রশস্ত করল রাশিয়া ৷ এই অস্থির সময়ে ইউক্রেনে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজও শুরু করে দিয়েছে এয়ার ইন্ডিয়া ৷ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভের উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান (Air India Flights to Kyiv) ৷

advertisement

আরও পড়ুন-Optical Illusion: ভাইরাল হওয়া এই ছবিতে সবাই দেখছেন আলাদা আলাদা নম্বর, আপনি কী দেখলেন?

২৫৬ আসন বিশিষ্ট ওই ড্রিমলাইনার বিমানের কোড ছিল AI-1947 ৷ দিল্লি থেকে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছতে বিমানটির সময় লাগে প্রায় ৮ ঘণ্টা (Air India Flights to Kyiv) ৷ এর আগে কিভ-দিল্লি-কিভ রুটে সপ্তাহে একটাই সরাসরি বিমান চলছিল, সেটা হল ইউক্রেনিয়ান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ৷ কিন্তু এই রুটে এবার যাত্রী বিমানসংখ্যা আরও বাড়ানোর কথা আগেই ঘোষণা করা হয়েছিল (Air India flight leaves Delhi for Kyiv) ৷

advertisement

আরও পড়ুন-ফ্রিজে রাখা খাবার খেয়ে রক্ত জমাট বাঁধল যুবকের, শেষ পর্যন্ত পা কেটে বাদ দিলেন চিকিৎসকরা!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

২৫ ফেব্রুয়ারি (একটি ফ্লাইট), ২৭ ফেব্রুয়ারি (দুটি ফ্লাইট) এবং ৬ মার্চ (একটি) বিমান চালানো হবে এই রুটে ৷ এ ছাড়া এয়ার আরবিয়া, ফ্লাই দুবাই এবং কাতার এয়ারওয়েজেও এই রুটে বর্তমানে বিমান চালিয়ে থাকছে ৷ তাই ইউক্রেনে থাকা ভারতীয়রা নিজেদের নিরাপদ না মনে করলে তাঁদের দেশে ফেরার জন্য এখন বেশ কয়েকটি বিকল্প রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Air India Ukraine Flight: ইউক্রেন থেকে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান, যাত্রীদের উল্লাসের ভিডিও ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল