আইতানাকে তৈরি করেছে স্পেনের এআই নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘দ্য ক্লুলেস’। স্পেনে এআইয়ের মাধ্যমে তৈরি প্রথম মডেল এটি। আইতানাকে পরিচালনা করে গ্রাফিক ডিজাইনারদের একটি দল। সেটির পরিচিতি তৈরি হয়েছে কম্পিউটার গেমস ও শরীরচর্চায় উৎসাহী এক চরিত্র হিসেবে। বিজ্ঞাপন থেকে গড়ে প্রতি মাসে আইতানার আয় ৩ হাজার ইউরো।
আরও পড়ুন: সকালে চা ছাড়া চলছে না! সাবধান এই মারাত্মক রোগ চেপে বসতে পারে শরীরে
advertisement
চলতি বছরের জুলাই মাসে আইতানার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছিল। বর্তমানে ওই অ্যাকাউন্টের ১ লাখ ২১ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। আইতানার জনপ্রিয়তা নিয়ে কথা বলতে গিয়ে দ্য ক্লুলেসের প্রতিষ্ঠাতা রুবেন ক্রুজ বলেন, ‘একদিন জনপ্রিয় একজন অভিনেতা আইতানাকে খুদে বার্তা পাঠিয়ে, ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানান। ওই অভিনেতার প্রায় ৫০ লাখ ফলোয়ার রয়েছে। আমাদের দলের অনেকে ছেলেবেলায় তাঁর অভিনীত টেলিভিশন ধারাবাহিক দেখেছেন। ওই অভিনেতা জানতেনও না আইতানা আসলে মানুষ নয়।’
আরও পড়ুন: সাংবাদিকের সঙ্গে এ কী অবস্থা! পরকীয়ায় জড়িয়েছেন! বিয়ে ভাঙছে লিও মেসির?
আইতানার জনপ্রিয়তা দেখে ‘মায়া’ নামে আরেকটি এআই মডেল তৈরি করেছে দ্য ক্লুলেস। এই মডেলের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনার লাজুক প্রকৃতির এক তরুণী হিসেবে। আর্জেন্টিনার পেশাদার ফুটবল ক্লাব ‘বোকা জুনিয়রসের’ ভক্ত মায়া।