পাকিস্তানের তদন্তকারীদের তরফ থেকে বলা হয়েছে, ৩০ বছরের শারি বালোচ পাকিস্তানের বালোচিস্তানের বাসিন্দা। সে উচ্চ শিক্ষিত, জুলজিতে স্নাতকোত্তর পাশ করেছিল। বৈবাহিক সম্পর্কে পেশার এক চিকিৎসকের স্ত্রী সে। শুধু তাই নয়, সম্প্রতি সে ব্যস্ত ছিল একটি গবেষণার কাজে, এমফিল ডিগ্রির। পাশাপাশি, বাড়িতে তার দুই সন্তানও রয়েছে।
আরও পড়ুন- ১০ সেকেন্ড একদৃষ্টিতে তাকান নাকের এই হলুদ বিন্দুর দিকে! চোখ সরালেই ঘটবে ম্যাজিক!
advertisement
বালোচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, গত দুবছর আগে সে এই বাহিনীতে যোগদান করে। মাজিদ ব্রিগেড নামে একটি ব্রিগেডের নির্ভরযোগ্য সদস্য ছিল সে। তার বাড়িতে দুই সন্তান রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে তাকে এই কাজের ঝুঁকির কারণে ছেড়ে দিতেও বলা হয়। তবে সে ছাড়েনি। আপাতত মাজিদ ব্রিগেড জানিয়েছে, পাকিস্তানে আরও চিনা নাগরিকদের খুন করবে সংগঠন।