TRENDING:

Karachi Blast: দুই সন্তানের মা আত্মঘাতী বিস্ফোরক বেঁধেছিলেন শরীরে, করাচির বিস্ফোরণের নেপথ্যে থাকা মহিলা চমকে দেবেন

Last Updated:

Karachi Blast: বালোচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, গত দুবছর আগে সে এই বাহিনীতে যোগদান করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করাচি: করাচিতে আত্মঘাতী বিস্ফোরণের পিছনে যে মহিলা কাজ করেছিলেন, তার পরিচয় জানলে চমকে যেতে হয়। সম্প্রতি করাচিতে যে আত্মঘাতী হামলা চলে তাতে চারজনের মৃত্যু হয়, এর মধ্যে দুজন চিনের বাসিন্দাও রয়েছে। সেই আত্মঘাতী বিস্ফোরণের ভয়ানক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যেও আসে। গায়ে বোমা বেঁধে যে মহিলা বিস্ফোরণ ঘটায় তাঁর পরিবারিক ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা দেখে কার্যত চমকে গিয়েছেন অনেকে।
Shaari Baloch was a teacher and a well-educated woman with a degree in zoology (Image: Twitter/Bashir Ahmad Gwakh)
Shaari Baloch was a teacher and a well-educated woman with a degree in zoology (Image: Twitter/Bashir Ahmad Gwakh)
advertisement

পাকিস্তানের তদন্তকারীদের তরফ থেকে বলা হয়েছে, ৩০ বছরের শারি বালোচ পাকিস্তানের বালোচিস্তানের বাসিন্দা। সে উচ্চ শিক্ষিত, জুলজিতে স্নাতকোত্তর পাশ করেছিল। বৈবাহিক সম্পর্কে পেশার এক চিকিৎসকের স্ত্রী সে। শুধু তাই নয়, সম্প্রতি সে ব্যস্ত ছিল একটি গবেষণার কাজে, এমফিল ডিগ্রির। পাশাপাশি, বাড়িতে তার দুই সন্তানও রয়েছে।

আরও পড়ুন- ১০ সেকেন্ড একদৃষ্টিতে তাকান নাকের এই হলুদ বিন্দুর দিকে! চোখ সরালেই ঘটবে ম্যাজিক!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বালোচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, গত দুবছর আগে সে এই বাহিনীতে যোগদান করে। মাজিদ ব্রিগেড নামে একটি ব্রিগেডের নির্ভরযোগ্য সদস্য ছিল সে। তার বাড়িতে দুই সন্তান রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে তাকে এই কাজের ঝুঁকির কারণে ছেড়ে দিতেও বলা হয়। তবে সে ছাড়েনি। আপাতত মাজিদ ব্রিগেড জানিয়েছে, পাকিস্তানে আরও চিনা নাগরিকদের খুন করবে সংগঠন।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Karachi Blast: দুই সন্তানের মা আত্মঘাতী বিস্ফোরক বেঁধেছিলেন শরীরে, করাচির বিস্ফোরণের নেপথ্যে থাকা মহিলা চমকে দেবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল