TRENDING:

মৃত্যুর ৮ বছর বাদেও দ্বিতীয় স্বামী-সন্তান সহ বহাল তবিয়তে আসমা

Last Updated:

পাকিস্তানের পাঞ্জাবে এক আশ্চর্য করার মত মামলা চোখের সামনে আসতেই সবার চক্ষু চড়ক গাছ । ৮ বছর আগে মৃত এক মহিলাকে তাঁর দ্বিতীয় স্বামী ও ৬ বছরের মেয়েকে নিয়ে ঘুরতে দেখা যায় । যেখানে ঐ মহিলার মা প্রথম স্বামীর বিরুদ্ধে তাঁর মেয়েকে হত্যার অভিযোগ এনেছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহৌর: পাকিস্তানের পাঞ্জাবে এক আশ্চর্য করার মত মামলা চোখের সামনে আসতেই সবার চক্ষু চড়ক গাছ । ৮ বছর আগে মৃত এক মহিলাকে তাঁর দ্বিতীয় স্বামী ও  ৬ বছরের মেয়েকে নিয়ে ঘুরতে দেখা যায় । যেখানে ঐ মহিলার মা প্রথম স্বামীর বিরুদ্ধে তাঁর মেয়েকে হত্যার অভিযোগ এনেছিলেন ।
advertisement

আরও পড়ুন : নিউ ইয়র্ক বিমানবন্দরে চুলচেরা তল্লাশি পাক প্রধানমন্ত্রীর ! মিলল না রাষ্ট্রপ্রধানের মর্যাদাও

জানা গেছে ঐ মহিলার নাম আসমা বিবি, লাহৌর থেকে ২৫০ কিলোমিটার দূরে ফলাযান গ্রামে দেখা গেছে । ঐ মহিলার প্রথম স্বামীর এক আত্মীয় এই ঘটনা পুলিশের নজরে আনতেই পুলিশ গ্রেফতার করে আসমা বিবিকে ।পুলিশ সূত্রে জানা গেছে আসমা ২০০৯ এ হবরার আহমেদকে বিয়ে করেন এবং ২০১০ থেকে নিরুদ্দেশ ।

advertisement

আরও পড়ুন : ইনিই পাকিস্তানের প্রথম রূপান্তরকামী সংবাদ পাঠিকা

আসমার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে আসমার প্রথম স্বামীকে  । স্ত্রীকে খুন করার অভিযোগে হবরার কে গ্রেফতার করে পুলিশ । কিন্তু পরে বুঝতে পেরে মেয়ের মৃত্যুর অভিযোগ থেকে অব্যাহতি দেন আসমার প্রথম স্বামী হাবরারকে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

আসমা পুলিশকে জানিয়েছেন তিনি আহমেদকে ভালবাসতেন কিন্তু তাঁর পরিবার জোর করে হবরারের সাথে তাঁর বিয়ে দিয়ে দেয় । তাই আসমা পালিয়ে গিয়ে দ্বিতীয়বার আহমেদকে বিয়ে করে দুবাইয়ে গা ঢাকা দেন । তিনি এও জানিয়েছেন আহমেদের সাথে দ্বিতীয়বার বিয়ে  করে কোনও ভুল করেন নি বা তিনি মোটেও অনুতপ্ত নন ।

বাংলা খবর/ খবর/বিদেশ/
মৃত্যুর ৮ বছর বাদেও দ্বিতীয় স্বামী-সন্তান সহ বহাল তবিয়তে আসমা